Russia- Ukraine

রাশিয়া-ইউক্রেনে শান্তি ফেরাতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন আমেরিকার রাষ্ট্রদূত ও ট্রাম্প জামাতা, সমাধানসূত্র মিলবে?

গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়ে ট্রাম্প ও নেটো উত্তেজনার পরিস্থিতিতে ইউক্রেন পুনর্গঠন পরিকল্পনা সম্পর্কিত ৮০০ বিলিয়ন ডলারের চুক্তি স্থগিত হয়েছে। তবে পরে ওই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০২:৩৭
(বাঁ দিকে) আমেরিকার দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্টের জামাই জ্যারেড কুশনার (ডান দিকে)।

(বাঁ দিকে) আমেরিকার দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্টের জামাই জ্যারেড কুশনার (ডান দিকে)। ছবি: রয়টার্স।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন আমেরিকার দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্টের জামাই জ্যারেড কুশনার। বুধবার উইটকফ জানান, পুতিন-সাক্ষাতের পরে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তাঁরা।

Advertisement

সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর বৈঠকের ফাঁকে আমেরিকার দূত জানান, এই সাক্ষাতের প্রধান লক্ষ্য রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে আলোচনা ও শান্তি ফিরিয়ে আনা। প্রসঙ্গত, আমেরিকার দাবি রাশিয়ার অনুরোধেই এই বৈঠক হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূতের দাবি, ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ পুতিনও যোগ দেবেন। ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী, উইটকফ ও ট্রাম্প জামাতার সঙ্গে মস্কোতে সাক্ষাৎ হওয়ার কথা পুতিনের। সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দাভোসে গত মঙ্গলবার মস্কোর দূত কিরিল দিমিত্রের সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠক হয়েছিল উইটকফের।

অন্য দিকে, সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ড সম্পর্কিত বিষয়ে ট্রাম্প ও নেটো উত্তেজনার পরিস্থিতিতে ইউক্রেন পুনর্গঠন পরিকল্পনা সম্পর্কিত ৮০০ বিলিয়ন ডলারের চুক্তি স্থগিত হয়েছে। তবে পরে ওই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই পরিস্থিতিতে দাভোসে যাচ্ছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলনস্কি। তিনি জানিয়েছেন, ক্রমাগত রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাঁকে কিভেই থাকতে হচ্ছে। তবে ইউক্রেনের নিরাপত্তা এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি মিললে তিনি দাভোসে যাবেন।

Advertisement
আরও পড়ুন