Civil-Military Coordination Center

শান্তিচুক্তি কার্যকর করতে গাজ়ায় বাহিনী পাঠাচ্ছেন ট্রাম্প, যাবেন কোন কোন দেশের সেনারা?

মার্কিন সামরিক বাহিনীর পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল কমান্ডের তত্ত্বাবধানে ‘অসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র’ (সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি) নামে পরিচিত ওই টাস্ক ফোর্সটি তৈরি হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১০:০৮
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাজ়া শান্তিচুক্তি কার্যকরের লক্ষ্যে অন্তত ২০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের সূত্র উদ্ধৃত করে শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত একটি খবরে এ কথা জানানো হয়েছে।

Advertisement

মার্কিন সামরিক বাহিনীর পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রাল কমান্ডের তত্ত্বাবধানে ‘অসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র’ (সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি) নামে পরিচিত ওই টাস্ক ফোর্সটি তৈরি করবে বলে রয়টার্সকে পেন্টাগনের এক কর্তা জানিয়েছেন। তবে ওই বাহিনীতে আমেরিকার কোনও সেনা থাকতে না-ও পারেন বলে তাঁর দাবি। মূলত ইজ়রায়েলের মাটি থেকেই গাজ়ায় শান্তিচুক্তি কার্যকরের বিষয়টি তত্ত্বাবধান করবে ওই বাহিনী।

পশ্চিম এশিয়ায় আমেরিকার মিত্র দেশ মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি নেটোর সদস্যরাষ্ট্র তুরস্কের সেনাদের ওই বাহিনীতে শামিল করা হতে পারে বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে। প্রসঙ্গত, ট্রাম্পের দেওয়া রফাসূত্র মেনে বুধবার গাজ়ায় শান্তি চুক্তির প্রথম দফা কার্যকর করতে একমত হয়েছিল ইজরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘আমেরিকা দীর্ঘজীবী হোক।’’ সংঘর্ষবিরতির প্রথম দফায় গাজ়ার কিছু অংশ থেকে তাদের সেনা প্রত্যাহার করবে তেল আভিভ। পরিবর্তে সমস্ত ইজ়রায়েলি পণবন্দিকে মুক্তি দেবে হামাস। ট্রাম্পের এই সাফল্যকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার তাঁকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
আরও পড়ুন