Indian Family Murder in US

সাংসারিক বিবাদের মধ্যেই স্ত্রী, সন্তানকে নিয়ে আত্মীয়ের ফ্ল্যাটে যান আমেরিকায় প্রবাসী বিজয়, সেখানেই খুন করেন ৪ জনকে

শুক্রবার রাত ২টো ৩০ মিনিট। গিনেট কাউন্টি পুলিশের কাছে খবর আসে, আইভি কোর্টে গুলি চলেছে। এক পরিবারের চার জন গুলিবিদ্ধ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ঘর থেকে চার জনের দেহ উদ্ধার করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৬:০২
(বাঁ দিকে) স্ত্রী মিমু ডোগরার সঙ্গে অভিযুক্ত বিজয় কুমার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) স্ত্রী মিমু ডোগরার সঙ্গে অভিযুক্ত বিজয় কুমার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আমেরিকার জর্জিয়ায় একই ভারতীয় পরিবারের চার সদস্যের খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কেন খুন, সেই কারণ এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও পারিবারিক বিবাদই যে এই ঘটনার নেপথ্যে, তা অনুমান করছে পুলিশ। তবে কী নিয়ে বিবাদ, কেনই বা আত্মীয়দের খুন করলেন অভিযুক্ত বিজয় কুমার, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, এই হত্যকাণ্ডের আগে আটলান্টায় নিজেদের বাড়িতে বিজয় এবং তাঁর স্ত্রী মিমু ডোগরার মধ্যে অশান্তি হয়। কথা কাটাকাটি এবং তর্কাতর্কিও হয়। তার পর শুক্রবার রাতেই স্ত্রী এবং একমাত্র সন্তানকে নিয়ে লরেন্সভিলের ব্রুক আইভি কোর্টে এক আত্মীয়ের বাড়িতে যান বিজয়। সেখানে বিজয়-মিমুর আত্মীয় ছাড়া তাঁদের দুই সন্তানও ছিল।

শুক্রবার রাত ২টো ৩০ মিনিট। গিনেট কাউন্টি পুলিশের কাছে খবর আসে, আইভি কোর্টে গুলি চলেছে। এক পরিবারের চার জন গুলিবিদ্ধ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ঘর থেকে চার জনের দেহ উদ্ধার করে। এ ছাড়াও আলমারির ভিতর থেকে বিজয়ের সন্তান, এবং তাঁর আত্মীয়ের দুই সন্তানকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, গুলি চলার পরই ওই তিন জন প্রাণভয়ে আলমারির ভিতর আত্মগোপন করেছিল। পুলিশ জানিয়েছে, তিন জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। কিন্তু নিজের বাড়িতে অশান্তির পরে কেন আত্মীয়ের বাড়িতে এসেছিলেন বিজয়, কেনই বা গুলি চলার মতো ঘটনা ঘটল, এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণই বা কী, এই সব প্রশ্নের উত্তর জানতে অভিযুক্ত বিজয়কে জেরা করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন