Bangladesh Economy

দু’টি খাতে উন্নতি প্রয়োজন, বাংলাদেশের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করল বিশ্বব্যাঙ্ক

বাংলাদেশকে মোট ৬৮ কোটি ডলার ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশের বাজারদর অনুযায়ী, যা ৭ হাজার ৮০০ কোটি টাকার সমান। ভারতের মুদ্রায় এর মূল্য ৫.৮ হাজার কোটি টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৬:১৫
World Bank grants 5.8 thousand crores loan to Bangladesh

মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।

বাংলাদেশকে পাঁচ হাজার কোটি টাকার ঋণ দেবে বিশ্বব্যাঙ্ক। সম্প্রতি দেশটির দু’টি খাতে উন্নয়নের জন্য এই ঋণ মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি এবং বায়ুদূষণ রোধের খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক। মোট ৬৮ কোটি ডলার ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশের বাজারদর অনুযায়ী, যা ৭ হাজার ৮০০ কোটি টাকার সমান। ভারতের মুদ্রায় এর মূল্য ৫.৮ হাজার কোটি টাকা।

Advertisement

যে দু’টি প্রকল্পে বাংলাদেশের ঋণ মঞ্জুর করা হয়েছে, সেগুলি হল— দূষণরোধ ও বাতাসের মান উন্নয়ন প্রকল্প এবং জ্বালানি খাতে নিরাপত্তা জোরদার প্রকল্প। বৃহস্পতিবারই বিশ্বব্যাঙ্কের বোর্ড বাংলাদেশের জন্য এই দুই পৃথক ঋণ মঞ্জুর করেছে। বাতাসের মান উন্নয়নের জন্য বাংলাদেশকে দেওয়া হবে ২.৫ হাজার কোটি টাকা এবং জ্বালানি নিরাপত্তার জন্য দেওয়া হবে ৩ হাজার কোটি টাকা। জ্বালানি নিরাপত্তা প্রকল্পে মূলত গ্যাসের সরবরাহ বৃদ্ধি করা হবে। পেট্রোবাংলা এই প্রকল্প বাস্তবায়ন করবে।

বিশ্বব্যাঙ্কের ঢাকার দফতরের অন্তর্বর্তিকালীন কান্ট্রি ডিরেক্টর গেল মার্টিন এ প্রসঙ্গে বলেছেন, ‘‘বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা ও বাতাসের মান উন্নয়ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অগ্রাধিকার। গ্যাস সরবরাহের সঙ্কট চিহ্নিত করে এবং বায়ুদূষণের মূল কারণগুলি চিহ্নিত করে এই দুই প্রকল্প চালু করা হয়েছে। এতে দেশের অর্থনৈতিক উন্নতি হবে, বাড়তে পারে কর্মসংস্থানও।’’

বাংলাদেশের বায়ুদূষণ নিয়ে পরিবেশবিদেরা চিন্তিত। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে বাংলাদেশে শুধু দূষণের কারণেই দেড় লক্ষের বেশি মানুষ মারা গিয়েছেন। সবচেয়ে দূষিত শহরের মধ্যে অন্যতম রাজধানী ঢাকা। ফলে দূষণ নিয়ন্ত্রণেও জোর দিচ্ছে বাংলাদেশ। বিশ্বব্যাঙ্কের ঋণ এই সংক্রান্ত পরিস্থিতির উন্নয়নের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন