নিমের অনেক ওষধি গুণ রয়েছে। নিমপাতা খাওয়া খুবই উপকারী।

অনেক ধরনের ওষুধ তৈরিতে নিম ব্যবহার করা হয়।

নিমের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা পেট পরিষ্কার করতে খুবই উপকারী।

লিভারের সমস্যা থাকলে খালি পেটে নিমপাতা খান।

কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও নিম ভাল কাজ করে।

প্রতি দিন নিমপাতা খেলে ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়।

নিমের দাঁতন দাঁত মজবুত রাখে, পায়েরিয়ার সমস্যা থেকে মুক্তি দেয়।