মঙ্গলবার সারা দেশে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী।

বাড়িতে সিদ্ধিদাতার পুজোর আয়োজন করেছেন?

পুজোর দিনে গোটা বাড়ি সাজানোর পাশাপাশি সাজিয়ে তুলুন পুজোর ঘরটিকেও।

এক বা দুই ধরনের ফুল দিয়ে পুজোর জায়গাটি সাজান। সাদা এবং গোলাপি ফুলের উপর নরম আলো আকর্ষণীয় দেখায়।

কলাপাতা দিয়ে গণেশের আসন তৈরি করা যায়, সাদা বা সবুজ রঙেরও আসন পাততে পারেন।

থার্মোকল ছাড়াই ফুলের মালা এবং আলোয় পুজোর ঘরটি সাজান।

ফোম বোর্ডে কাচ, কাঠ, কার্ড বোর্ড, কাগজ এবং ধাতু স্থাপন করে সিংহাসন তৈরি করা যায়।

রঙিন স্কার্ফ দিয়েও সাজাতে পারেন পুজোর ঘর।

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নকশা এবং ফুল তৈরি করে ঘর সাজানো যেতে পারে।