সাদা চুল লুকোনোর জন্য অনেকেই চুলে বিভিন্ন ধরনের কৃত্রিম রং ব্যবহার করেন।

কিন্তু, প্রাকৃতিক কিছু জিনিস ব্যবহার করেও দীর্ঘ দিন চুলের স্বাভাবিক কালো রং বজায় রাখা সম্ভব।

আমলকি

আমলকি একটি প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট। কাঁচা আমলকির রস চুলে লাগাতে পারেন অথবা আমলকি বেটে পুরো মাথায় মাখতে পারেন। 

কারি পাতার তেল

নারকেল তেলে কারি পাতা মিশিয়ে কিছু ক্ষণ তেলটা ফুটিয়ে নিন। তার পর সেই উষ্ণ তেল চুলে লাগান।

ভৃঙ্গরাজ

নারকেল তেলের সঙ্গে ভৃঙ্গরাজ মিশিয়ে মাথায় মেখে নিন।

পেঁয়াজের রস

লেবু এবং জলপাই তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাখলে উপকার হতে পারে।

ইউক্যালিপ্টাসের তেল

টোম্যাটো বেটে তার মধ্যে টক দই আর ইউক্যালিপ্টাস তেল মিশিয়ে মাখলে চুলের উপকার হয়। 

শরীরে আয়রনের অভাবে চুল তাড়াতাড়ি পেকে যায়। আপনার প্রতি দিনের ডায়েটে আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই রাখুন।