রান্নাঘরের টাইলসে তেলচিটে দাগ পড়েছে। কিন্তু সময়ের অভাবে পরিষ্কার করা হচ্ছে না?

রান্নাঘরেই রয়েছে এমন কিছু জিনিস, যা দিয়ে কম পরিশ্রমে পরিষ্কার হবে। সময়ও লাগবে কম।

টাইলসের জেদি দাগ পরিষ্কার করতে বেকিং সোডা, ভিনিগার এবং লেবু ব্যবহার করা যায়।

বেকিং সোডার মধ্যে লেবুর রস মিশিয়ে দাগ ধরা জায়গায় ১৫ মিনিট রেখে ব্রাশ বা কাপড় দিয়ে মুছে নিন। এর পর ঠান্ডা জলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করলেও উজ্জ্বল হতে পারে রান্নাঘর এবং শৌচাগারের টাইলস।

বেকিং সোডা এবং হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রণ তৈরি করে নিতে হবে।

টাইলসের দাগ ধরা জায়গায় মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।

১০ মিনিট পর ব্রাশ দিয়ে অপরিচ্ছন্ন অংশগুলি ঘষে নিলেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।