সোনা কেনার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। 

ভুল করলেই হাজার হাজার টাকা ক্ষতি হতে পারে।

সোনা কেনার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত?

২৩, ২২, ২০, ১৮ এবং ১৪ ক্যারেট সোনার পাঁচটি হলমার্ক ক্যাটেগরি রয়েছে।

সোনায় বিআইএস-এর ত্রিভুজাকার চিহ্ন এবং হলমার্ক দেখে কেনা উচিত।

এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন যার উপরে এইচইউআইডি নম্বর লেখা থাকে।

ক্যারেট অনুযায়ী সোনার দাম নির্ধারণ করা হয়। যদি ২২ ক্যারেট সোনা থাকে তবে শুধুমাত্র ৯১.৬৬% দাম সোনার জন্য দিতে হবে।

গয়নার কাজের উপরে তৈরির মূল্য ধার্য করা হয়।

সোনা বিক্রি করতে গেলে,  শুধুমাত্র সোনার মূল্য ফেরত পাওয়া যায়।