কাজের চাপে বেশির ভাগ সময়ই বাবা-মায়ের সঙ্গ পায় না এখনকার শিশুরা। 

খামতি পূরণের জন্য অনেক বাবা-মা সন্তানদের অতিরিক্ত প্রশ্রয় দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করেন।

যার জেরে বাবা-মায়ের সঙ্গে সন্তানের একটি দূরত্ব তৈরি হয়। শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বিষয়ে অভিভাবকদের নজর দেওয়া জরুরি।

শিশুর সব সমস্যার সমাধান করে দেবেন না

ছোট ছোট সমস্যাগুলিতে নিজেকেই সমাধান করতে দিন, এতে শিশু স্বাবলম্বী হবে।

সম্পর্কের মর্যাদা

শিশুকে সর্বদা সচেতন থাকতে হবে সে কার সঙ্গে কথা বলছে। সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হবে ছোট থেকেই।

সবকিছুতেই প্রশংসা করবেন না

সন্তান যখন ভাল কিছু করছে তখন অবশ্যই তার প্রশংসা করুন। তবে ছোট ছোট প্রতিটি বিষয়ে অত্যধিক প্রশংসা করবেন না।

শিশুকে তার নিজের কাজ নিজেকেই করতে দিন।

শিশুদের আত্মনির্ভরশীল করে তুলুন