প্রতি বছরই বেশ কিছু শাড়ি রাজত্ব করে বাজারে। পার্টি বা যে কোনও অনুষ্ঠানে টিস্যু শাড়ি পরতে ভালবাসেন অনেকেই। একই ভাবে চাহিদা রয়েছে সিক্যুইনের কাজ করা প্যাস্টেল শাড়ির।

ছবি: সংগৃহীত

ফুল ছাপ শাড়ি

নতুন বছরের গোড়া থেকেই ট্রেন্ডে রয়ছে ফুল ছাপ শাড়ি। বিভিন্ন রঙে পাওয়া যায় এই শাড়ি। বেশ আধুনিক দেখায় এই শাড়ি পরলে।

ছবি: সংগৃহীত

চওড়া পাড়

সরু পাড়ের বদলে মোটা এবং চওড়া পাড়ের শাড়ি বেছে নিন। জ্যামিতিক প্যাটার্নের বর্ডারও ট্রেন্ডের উপরের দিকেই রয়েছে।

ছবি: সংগৃহীত

নেট এবং লেস

নেট, লেস, শিয়ার ফ্যাব্রিক সব সময়ই ট্রেন্ডিং। এই ধরনের শাড়ি পরে হয়ে উঠুন ব্যক্তিত্বময়ী।

ছবি: সংগৃহীত

অর্‌গ্যাঞ্জ়া, শিফন, ডিজ়াইনার সিল্ক

 ট্রেন্ডিং শাড়িগুলির মধ্যে প্রথম দিকে রয়েছে ফ্লোরাল অর্‌গ্যাঞ্জ়া। গাঢ় বেগনি, ‘রয়্যাল ব্লু’, ‘ওয়াইন রেড’-এর মতো গাঢ় রঙের এই শাড়ি মানাবে সবাইকে।

ছবি: সংগৃহীত

‘মিক্স অ্যান্ড ম্যাচ’

শাড়ি নিয়ে ‘এক্সপেরিমেন্ট’ করতে চাইলে সিল্কের সঙ্গে অর্‌গ্যাঞ্জ়া ব্লাউজ় বা প্যাস্টেলের সঙ্গে উজ্জ্বল রঙের শাড়ি বেছে নিন।

ছবি: সংগৃহীত

ফিউশন ব্লাউজ়

শুধু শাড়িই নয়, ব্লাউজ়ের নকশাও আপনাকে মোহময়ী করে তুলতে পারে। ‘অফ শোল্ডার’ বা ‘হল্টার নেক ব্লাউজ়’ রয়েছে ট্রেন্ডের শীর্ষে।

ছবি: সংগৃহীত