শিশু কিছুতেই দুধ খেতে চায় না? সহজ কয়েকটি উপায় অবলম্বন করলেই শিশুকে দুধ খাওয়ানো অনেক সহজ হতে পারে।

ছবি: সংগৃহীত

একেবারে এক গ্লাস ভর্তি দুধ শিশুকে খেতে দেবেন না। তিন-চার বারে ওই দুধটা অল্প অল্প করে খেতে দিন।

ছবি: সংগৃহীত

অনেক শিশুই দুধের স্বাদ পছন্দ করে না৷ এ ক্ষেত্রে দুধে সামান্য ফ্লেভার যোগ করা যেতে পারে।

ছবি: সংগৃহীত

শিশুর স্বাদ এবং পছন্দ বুঝে চকোলেট পাউডার, আম বা স্ট্রবেরি সিরাপ মিশিয়ে দেওয়া যেতে পারে।

ছবি: সংগৃহীত

শিশুরা রঙিন জিনিসে আকৃষ্ট হয়। তাই সাধারণ গ্লাসের পরিবর্তে কার্টুন আঁকা বা রঙিন গ্লাসে শিশুকে দুধ খেতে দেওয়া যেতে পারে।

ছবি: সংগৃহীত

প্রতি দিন দুধ খেতে দেওয়ার বদলে মাঝে মাঝে দুধ থেকে তৈরি হওয়া খাবার যেমন, পায়েস, ক্ষীর, পুডিং ইত্যাদি বানিয়ে দেওয়া যেতে পারে।

ছবি: সংগৃহীত

দুধ আর মরসুমি ফল মিশিয়ে ফ্রুট মিল্কশেক বানিয়ে শিশুকে দেওয়া যেতে পারে। একসঙ্গে দুধ আর ফলের পুষ্টিগুণ শিশুর সুস্বাস্থ্যের খেয়াল রাখবে।

ছবি: সংগৃহীত

দুধ খাওয়ানোর সময় শিশুকে মজার মজার গল্প বলা যেতে পারে। এতে গল্প শোনার আকর্ষণে শিশু সহজেই দুধ খেয়ে নেবে।

ছবি: সংগৃহীত