কালীপুজো, ভাইফোঁটা উপলক্ষে ভূরিভোজ চলছে বেশ কয়েক দিন ধরে। স্বাস্থ্যের খেয়াল রেখে এ বার কী ভাবে শরীর থেকে টক্সিন দূর করবেন? 

ছবি: সংগৃহীত

বিশেষ মশলা চা

 চায়ের মধ্যে সামান্য ধনে, জিরে আর মৌরি মিশিয়ে ফুটিয়ে নিন। এতে হজম ভাল হয়। শরীর থেকে দূষিত পদার্থ বার করতে সক্ষম এই পানীয়।

ছবি: সংগৃহীত

অ্যালো ভেরার রস

 শরীর থেকে সকালে খালি পেটে জলে সামান্য অ্যালো ভেরার রস মিশিয়ে খেলে শরীর থেকে টক্সিন দূর হতে পারে।টক্সিন বের করে দিতে সকালে জলে অ্যালোভেরার রস মিশিয়ে পান করুন।

ছবি: সংগৃহীত

ধনে চা

 চা এর মধ্যে ধনে বীজ মিশিয়ে কিছু ক্ষণ  ফুটিয়ে নিন। এই চা খেলে শরীর থেকে সহজেই টক্সিন দূর হতে পারে।

ছবি: সংগৃহীত

ত্রিফলা জল

 আমলকি, হরিতকী, বহেড়া পরিমাণ মতো মিশিয়ে নিন। এ বার এই ত্রিফলা রাতে জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে জল ছেঁকে নিয়ে খালি পেটে খেতে পারেন। হজম ভাল হবে, ওজনও কমবে।

ছবি: সংগৃহীত

পুদিনা চা

 চায়ের মধ্যে কয়েকটা পুদিনা পাতা মিশিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে নিন৷ এই চা গ্যাস-অম্বল, বদহজম, পেট ফাঁপার সমস্যায় খুবই কার্যকরী৷

ছবি: সংগৃহীত

গরম জল লেবু

 উষ্ণ জলে পাতিলেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে শরীর থেকে টক্সিন দূর হয়। ত্বক সতেজ রাখে। এই পানীয়ে হজম ভাল হয়, ওজন কমে।

ছবি: সংগৃহীত

আদা-হলুদ চা

 চায়ের মধ্যে আদা আর হলুদ মিশিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। এই চা লিভার ভাল রাখে। শরীর থেকে টক্সিন দূর করে।

ছবি: সংগৃহীত