ভারতে কয়েকটি মন্দিরে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ।

ছবি: সংগৃহীত

আট্টুকাল মন্দির

কেরলের আট্টুকাল মন্দিরে পোঙ্গলের সময় বিশাল উৎসব হয়। কিন্তু এই উৎসবে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ।

ছবি: সংগৃহীত

সন্তোষী মন্দির

 সন্তোষী পুজো শুক্রবার করা হয়। রাজস্থানের জোধপুরে অবস্থিত সন্তোষী মন্দিরে শুক্রবার পুরুষদের প্রবেশ নিষিদ্ধ।

ছবি: সংগৃহীত

ব্রহ্মার মন্দির

 ভারত তথা বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দিরটি রয়েছে রাজস্থানের পুষ্করে। প্রজাপতি ব্রহ্মার এই মন্দিরে বিবাহিত পুরুষদের প্রবেশ নিষেধ। কথিত সরস্বতীর অভিশাপের কারণে এমন নিয়ম।

ছবি: সংগৃহীত

চাক্কুলথুকাভু মন্দির

কেরলের চাক্কুলথুকাভু মন্দিরে পোঙ্গলের সময় পূজিত হন দুর্গা। এই সময় মন্দিরে নারীকে দেবী রূপে পুজো করা হয় এবং পুরুষরা সেই সময় প্রবেশ করতে পারেন না মন্দিরে।

ছবি: সংগৃহীত

কামাখ্যা মন্দির

৫১ শক্তিপীঠের অন্যতম অসমের কামাক্ষ্যা মন্দির। কথিত, সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে তাঁর যোনি ছিন্ন হয়ে এখানেই পড়েছিল। অম্বুবাচী উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু ভক্তসমাগম হয়। অম্বুবাচীর তিন দিন মন্দিরে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ।  

ছবি: সংগৃহীত

কন্যাকুমারী মন্দির

কন্যাকুমারীর মন্দিরে ভগবতী কন্যা রূপে পূজিত। এই মন্দির চত্বরে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। তবে পুরুষ সন্ন্যাসীরা মন্দিরের প্রধান দ্বার পর্যন্ত যেতে পারেন। এটিও শক্তিপীঠের একটি।

ছবি: সংগৃহীত