হাতির লম্বা শুঁড়ের নেপথ্যে রয়েছে দীর্ঘ কাহিনি!

ছবি: সংগৃহীত

 প্রথম থেকেই এতটা লম্বা ছিল না হাতির শুঁড়!

ছবি: সংগৃহীত

হাতির শুঁড় একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তিত হয়ে দীর্ঘ হয়েছে।

ছবি: সংগৃহীত

প্রথম দিকে হাতির চোয়াল ছিল লম্বা। লক্ষ লক্ষ বছর ধরে শুঁড়টি দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে চোয়াল ছোট হয়ে যায়।

ছবি: সংগৃহীত

বিজ্ঞানীরা হাতির বিবর্তন নিয়ে গবেষণায় এমনই অনেক চাঞ্চল্যকর তথ্যের উদ্‌ঘাটন করেছেন।

ছবি: সংগৃহীত

হাতির পূর্বপুরুষ ‘প্লাটিবেলোডন’ও তাঁদের গবেষণায় অন্তর্ভুক্ত ছিল।

ছবি: সংগৃহীত

পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হাতির খাওয়ার ধরনেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তাঁরা।

ছবি: সংগৃহীত

যে কারণে হাতির চোয়ালের ব্যবহার কমে আসে এবং তার জায়গায় শুঁড় লম্বা হয়।

ছবি: সংগৃহীত