ভারতের সাতটি গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।  ঘুরতে ভালবাসলে এক বার যেতেই পারেন।

ছবি: সংগৃহীত

মাওলিনং- মেঘালয়

এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামে  পর্যটকদের বিশেষ আকর্ষণ বাঁশের সেতু এবং গাছ দিয়ে তৈরি ঘর৷

ছবি: সংগৃহীত

খিমসর- রাজস্থান

থর মরুভূমিতে অবস্থিত খিমসর গ্রাম। দূর-দূরান্ত থেকে পর্যটকেরা আসেন বালির মাঝে মাঝে থাকা ঢিবির সৌন্দর্য দেখতে।

ছবি: সংগৃহীত

লাচেন- সিকিম

 তুষারাবৃত পর্বতে ঘেরা সিকিমের লাচেন গ্রাম।  প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখানে পর্যটকেরা ভিড় জমান।

ছবি: সংগৃহীত

পহলগাঁও- কাশ্মীর

 কাশ্মীরের পহালগাঁওকে ‘মিনি সুইজ়ারল্যান্ড’ বলা হয়। তুষারাবৃত পর্বতের চারপাশে পাইন বন। তার মাঝে বয়ে চলেছে নদী গ্রামের  সৌন্দর্য বাড়িয়ে দেয়।

ছবি: সংগৃহীত

চেরাপুঞ্জি- মেঘালয়

 চেরাপুঞ্জি উত্তর ভারতের একটি  সুন্দর গ্রাম। সবুজে ঘেরা এই গ্রামে প্রবাহিত প্রাকৃতিক ঝর্ণা। চারদিক সবুজ , তার মধ্যে গুহার অবস্থান গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করে।

ছবি: সংগৃহীত

ঔলি- উত্তরাখণ্ড

 ঔলিতে ফুলে ফুলে ঢাকা ঘাসের বড় মাঠ  সঙ্গে শীতল আবহাওয়া পর্যটকদের মুগ্ধ করে।

ছবি: সংগৃহীত

মলাণা- হিমাচল প্রদেশ

 শহরের ভিড় থেকে দূরে হিমাচলের পার্বত্য উপত্যকায় অবস্থিত মলাণা গ্রাম। নির্জনতার মাঝে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন এই গ্রামে৷

ছবি: সংগৃহীত