কোন পাঁচ ঘরোয়া উপাদানে ব্রণ দূর করা সম্ভব?

ছবি: সংগৃহীত

মধু এবং তুলসী

 মধু ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়ক। তুলসীর সঙ্গে মধু মিশিয়ে লাগালে ব্রণ কমে যায়।

ছবি: সংগৃহীত

অ্যালো ভেরা

 অ্যালো ভেরায় রয়েছে পলিস্যাকারাইড যা ক্ষত নিরাময় করে। ব্রণ হওয়া জায়গায় অ্যালো ভেরা জেল লাগালে দ্রুত উপকার মিলবে।

ছবি: সংগৃহীত

হাইড্রেশন

ত্বকের সমস্যা দূর করতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার কোনও বিকল্প নেই। বেশি পরিমাণে জল খেলে ত্বক এবং শরীরের টক্সিন পদার্থ ঘাম এবং মূত্রের মাধ্যমে বার হয়ে যায়।  এর ফলে ত্বক পরিষ্কার থাকে। ঠান্ডা জলে মুখ ধুলেও ত্বকের আর্দ্রতা বজায় থাকে, ব্রণ দূর হয়।

ছবি: সংগৃহীত

নিম

 নিমে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। নিম ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলির বিরুদ্ধে লড়াই করে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনে।

ছবি: সংগৃহীত

মুলতানি মাটি

মুলতানি মাটিতে গোলাপ জল মিশিয়ে মুখে লাগালে ব্রণ দূর হয়।

ছবি: সংগৃহীত

ওটমিল

মধু এবং লেবুর রসের সঙ্গে ওটমিলের ফেস প্যাক মিশিয়ে মুখে লাগালে দ্রুত সেরে যায় ব্রণ।

ছবি: সংগৃহীত