ফিরে এল পুজো। ফিরে এল প্যান্ডেল, কুমোরটুলির রিলে ভরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, কাশ, নীল আকাশ, বাজল তোমার আলোর বেণু, অষ্টমীর ভোগের মেনু, শপিং অনলাইনে, ভিড় ঠাকুর দেখার লাইনে।
প্রতি বছরের মতো ফিরে এল আনন্দবাজার ডট কম সেরা সর্বজনীনও।
গত বছর থেকে সেরার এই খোঁজ বেড়েছে আয়োজনে, আয়তনে। এই প্রতিযোগিতায় যোগদানের কোনও ফর্ম নেই, তাই ইনফর্ম করার কোনও ব্যাপারও নেই। তৃতীয়া থেকে পঞ্চমী, সন্ধে থেকে ভোররাত, যখন তখন প্যান্ডেলে পড়তে পারে বিচারকের পা। জহুরির চোখ, ক্যামেরা অন, তিন রাত ধরে শহর জুড়ে পাড়ায় পাড়ায় সেরার অন্বেষণ, অ্যাকশন। ষষ্ঠীর সকালে প্রথমে সেরা বারো, তার পর আনন্দ আরও, জেগে ষষ্ঠীর রাত, যদি প্রতিপক্ষ কাত আর সেরা হয়ে বাজিমাত!
মোদ্দা কথা, উৎসবের সৃজনে গা ভাসিয়ে সৃজনের এই বিশ্বজনীন উৎসবে সেরা সর্বজনীন না হলে পুজোর আনন্দই মাটি।