Back to

ফিরে এল পুজো। ফিরে এল প্যান্ডেল, কুমোরটুলির রিলে ভরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, কাশ, নীল আকাশ, বাজল তোমার আলোর বেণু, অষ্টমীর ভোগের মেনু, শপিং অনলাইনে, ভিড় ঠাকুর দেখার লাইনে।

প্রতি বছরের মতো ফিরে এল আনন্দবাজার ডট কম সেরা সর্বজনীনও।

গত বছর থেকে সেরার এই খোঁজ বেড়েছে আয়োজনে, আয়তনে। এই প্রতিযোগিতায় যোগদানের কোনও ফর্ম নেই, তাই ইনফর্ম করার কোনও ব্যাপারও নেই। তৃতীয়া থেকে পঞ্চমী, সন্ধে থেকে ভোররাত, যখন তখন প্যান্ডেলে পড়তে পারে বিচারকের পা। জহুরির চোখ, ক্যামেরা অন, তিন রাত ধরে শহর জুড়ে পাড়ায় পাড়ায় সেরার অন্বেষণ, অ্যাকশন। ষষ্ঠীর সকালে প্রথমে সেরা বারো, তার পর আনন্দ আরও, জেগে ষষ্ঠীর রাত, যদি প্রতিপক্ষ কাত আর সেরা হয়ে বাজিমাত!

মোদ্দা কথা, উৎসবের সৃজনে গা ভাসিয়ে সৃজনের এই বিশ্বজনীন উৎসবে সেরা সর্বজনীন না হলে পুজোর আনন্দই মাটি। 

বাছাই ১২ পুজো মহাষষ্ঠীর সকালে। সেরার সেরা মহাসপ্তমীতে।

চোখ রাখুন আনন্দ উৎসবে।

 

সেরা পুজো

সেরা ১২

সেরা ১২

পুরস্কার মূল্য
  • Award Icon
    সেরা পুজো (৫টি)
    ২৫,০০০/- (প্রতিটি)
  • Award Icon
    সেরা প্রতিমা
    ১৫,০০০/-
  • Award Icon
    সেরা আলোকসজ্জা
    ১৫,০০০/-
  • Award Icon
    সেরা আবহ
    ১৫,০০০/-
নিয়মাবলি
  1. শুধুমাত্র কলকাতা এবং সল্টলেকের পুজোগুলিই এই প্রতিযোগিতার বিচারের আওতায় পড়বে।
  2. ভৌগোলিক অবস্থানগত কারণে আনন্দবাজার ডট কম যে কোনও পুজোকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখতে পারে, সেক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
  3. পুলিশ, দমকল ও বিদ্যুৎ দফতরের সমস্ত নিয়ম মেনে পুজোর আয়োজন করতে হবে।
  4. প্রতিমাশৈলী, মণ্ডপ-ভাবনা, আলোকসজ্জা, আবহ সঙ্গীত এবং সার্বিক রুচিশীলতার ভিত্তিতেই সেরা পুজো নির্বাচন করা হবে।
  5. প্রাথমিক এবং সেরা পুজোর বাছাই, উভয় পর্বেই বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  6. প্রতিযোগিতার উদ্যোক্তা, প্রতিনিধি ও বিচারকমণ্ডলী, যে কোনও সময় মণ্ডপ পরিদর্শনে যেতে পারেন। তাঁদের সঙ্গে সহযোগিতা কাম্য।
  7. প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও আবেদনপত্র জমা দিতে হবে না। নির্ধারিত পরিসীমার মধ্যে যে কোনও পুজোতে পোঁছে যেতে পারেন প্রাথমিক পর্বের বিচারকেরা।

সেরা সর্বজনীন ২০২৪