Home Decor

কলকাতার দরজায় চিনের মিঠে সুর, মন ভাল রাখার যন্ত্র ‘উইন্ডচাইমস’

কী ভাবে উইন্ডচাইমস রাখলে আপনার অন্দরসজ্জা আরও ফুটে উঠবে জেনে ঝটপট

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১৪:২২
উইন্ডচাইমস

উইন্ডচাইমস

দক্ষিণ-পশ্চিম এশিয়ায় জন্ম হলেও, জনপ্রিয়তার কারণে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে উইন্ডচাইমস। কলকাতাও তার ব্যতিক্রম নয়। অন্দরসজ্জা মানে যে শুধু 'দর্শনধারী' নয়, এ কথা প্রমাণ করে উইন্ডচাইমস। দৃষ্টিসুখের পাশাপাশি উইন্ডচাইমস এনে দেয় শ্রবণসুখও।

কী ভাবে উইন্ডচাইমস রাখলে আপনার অন্দরসজ্জা আরও ফুটে উঠবে তা জেনে নিন –

Advertisement

প্রতিটি দরজার সামনে একটি করে উইন্ডচাইমস আপনি রাখতে পারেন। কেউ আসা যাওয়া করলে বা হাওয়া দিলে সুন্দর শব্দ তৈরি হবে, এবং ঘরগুলির মধ্যে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হবে।

বৈঠকখানার মাঝে একটি বড় উইন্ডচাইমস লাগিয়ে দিন। পাখার হাওয়ায় সুন্দর শব্দের টুংটাং আপনার মন ভাল রাখবে নিশ্চিত। সেই সঙ্গে ঘরটিকে দেখতেও সুন্দর লাগবে।

উইন্ডচাইমস নানান ধরনের পাওয়া যায় বাজারে। সাধারণত কাঠ, ধাতু, প্লাস্টিক, ঝিনুক ইত্যাদি দিয়ে নির্মিত হয়ে থাকে উইন্ডচাইমসগুলি।

ঘরের ডিজাইন ও আসবাবপত্রের উপাদানের উপর নির্ভর করে উইন্ডচাইমসগুলো কিনুন। যে সব ঘরে কাঠের আসবাব রয়েছে, সেখানে কাঠের উইন্ডচাইমস লাগান। যেসব ঘরে ধাতুর আসবাবপত্র রয়েছে, সেখানে ধাতব উইন্ডচাইমস লাগিয়ে দিন। ছোটদের ঘরের জন্যে প্লাস্টিকের উইন্ডচাইমস মানানসই।

ঘরের রং অনুযায়ী উইন্ডচাইমসের রং বেছে নিন।

Advertisement
আরও পড়ুন