Gen Z trending words

পুজোর আগেই অভিধানে ঢুকে পড়ল ‘স্কিবিডি’, ‘ডেলুলু’, ‘ট্র্যাডওয়াইফ’! এগুলির অর্থ কী?

এর মধ্যে কিছু সরাসরি ‘জেন জ়ি’ প্রজন্মের সৃষ্টি এবং যেগুলি বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার সূত্রেই।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ০১:৪২
সংগৃহিত চিত্র

সংগৃহিত চিত্র

সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন হয়। বৃদ্ধি পায় শব্দভাণ্ডার। কথায় কথায় নতুন শব্দের জন্ম হয়। তার মধ্যে কিছু কিছু ঢুকে পড়ে অভিধানেও। এভাবেই এগিয়ে চলে যে কোনও ভাষা। তবে এখন আর শুধু ‘কথায় কথায়’ নয়, সমাজমাধ্যমের হাত ধরেও বিবর্তনের পথে হাঁটছে ভাষা। আর তার প্রমাণ হালের একটি ঘটনা। সম্প্রতি কেমব্রিজ ডিকশিনারি যোগ করেছে ৬ হাজারেরও বেশি নতুন শব্দ। এর মধ্যে কিছু সরাসরি ‘জেন জ়ি’ প্রজন্মের সৃষ্টি এবং যেগুলি বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার সূত্রেই। যেমন ‘স্কিবিডি’, ‘ডেলুলু’ আর ‘ট্র্যাডওয়াইফ’।

Advertisement

‘স্কিবিডি’ নামটা এসেছে রাশিয়ান ব্যান্ড ‘লিটল বিগ’-এর ভাইরাল গান থেকে। পরে ‘স্কিবিডি টয়লেট’ নামের ইউটিউব অ্যানিমেটেড সিরিজ সেটিকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এখন এটা এমন এক বহুমুখী শব্দ, যা কখনও মানে ‘কুল’, কখনও নিছক মজার অভিব্যেক্তি।

অন্যদিকে ‘ট্র্যাডওয়াইফ’ মানে ‘ট্র্যাডিশনাল ওয়াইফ’-এর সংক্ষিপ্ত রূপ। রান্না, সংসার, সন্তান পালনের ভিডিয়ো দিয়ে যাঁরা ১৯৫০-এর দশকের মতো গৃহিণীর জীবনকে অনলাইনে তুলে ধরেন, তাঁদের জন্য এই শব্দ। সমালোচকরা বলেন, এটি নারীর স্বাধীনতাকে পিছিয়ে দেওয়া; সমর্থকেরা বলেন, এ শুধু এক ধরনের লাইফস্টাইল।

‘ডেলুলু’ এসেছে ‘ডেলুশনাল’ বা ‘বিভ্রান্তিকর’ থেকে। একসময় কে-পপ (কোরিয়ান পপ ব্যান্ড) ফ্যানদের নিয়ে মজা করতে ব্যবহার হলেও, এখন এটি ইন্টারনেটের হাস্যরস মেশানো সত্যি— ‘ডেলুলু ইজ দ্য সলুলু’। অর্থাৎ, দিবাস্বপ্নও নাকি বাস্তবায়নের পথে নিয়ে যেতে পারে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে বিরোধীদের উদ্দেশে এই শব্দ ব্যবহার করেছেন।

অভিধান আরও জায়গা করে দিয়েছে নতুন কর্মসংস্কৃতির সঙ্গে মানানসই কিছু শব্দকে। যেমন— ‘মাউস জিগ্লার’, যাঁরা নাকি নড়াচড়া দেখিয়ে অফিসে কাজের ভান করে, অথবা ‘ওয়ার্ক স্পাউজ’, সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অথচ প্লেটোনিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।

আবার আছে ‘স্ন্যাকেবল’, ছোট্ট আকারে পড়া বা দেখা যায় এমন কনটেন্ট; আর ‘লিউক’, মানে নজরকাড়া ফ্যাশন বা স্টাইল। অভিধানে এই শব্দগুলিকে জায়গা দেওয়ার বিষয়ে বলা হয়েছে, এই সব শব্দগুলি কেবল ক্ষণস্থায়ী ট্রেন্ড নয়, বরং দীর্ঘমেয়াদী ভাষাগত পরিবর্তনের ইঙ্গিত। সেই কারণেই এদের অভিধানে জায়গা দেওয়া হল।

পুজোর কেনাকাটা, ঠাকুর দেখা, আড্ডার ফাঁকে যখন ফোন হাতে উঠে আসবে এই সব শব্দ, তখন খেয়াল করবেন— এগুলো শুধু ইন্টারনেটের খেলা নয়, এখন আন্তর্জাতিক অভিধানের স্বীকৃত ভাষা। আপনিও কী ব্যবহার করে থাকেন এইসব ‘ট্রেন্ডিং’ শব্দগুলি? নাকি আপনিও ‘ডেলুলু’তে ভুগছেন?

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Advertisement
আরও পড়ুন