Best Smartwatches under Rs. 2000

পুজোয় এ বার হাত ঘড়িতেই লাগান তাক! ২ হাজারের কমে পাবেন কোন স্মার্টওয়াচ, ফিচারই বা কী?

এ বার পুজোয় নতুন স্মার্টওয়াচ কিনতে চাইলে বাজেট ফ্রেন্ডলি ঘড়ি কী কী পাবেন? দেখুন সেই তালিকা।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৪:২৪
০১ ১১
'ইস! ঘড়িতে যদি তার ওড়না আটকায় মন্দ হয় না!' সিনেমার পোকা হলে, এমন ভাবনা আসা কিন্তু মোটেই অস্বাভাবিক নয়। তাও আবার পুজোর সময়।

'ইস! ঘড়িতে যদি তার ওড়না আটকায় মন্দ হয় না!' সিনেমার পোকা হলে, এমন ভাবনা আসা কিন্তু মোটেই অস্বাভাবিক নয়। তাও আবার পুজোর সময়।

০২ ১১
তা ছাড়া, রাস্তায় বেরোলে সময় না দেখলে চলে বলুন? সে যতই ফোন থাকুক হাতে, হাত ঘড়ি এখনও ফ্যাশনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এ বার পুজোয় নতুন স্মার্টওয়াচ কিনতে চাইলে বাজেট ফ্রেন্ডলি ঘড়ি কী কী পাবেন, দেখুন সেই তালিকা।

তা ছাড়া, রাস্তায় বেরোলে সময় না দেখলে চলে বলুন? সে যতই ফোন থাকুক হাতে, হাত ঘড়ি এখনও ফ্যাশনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এ বার পুজোয় নতুন স্মার্টওয়াচ কিনতে চাইলে বাজেট ফ্রেন্ডলি ঘড়ি কী কী পাবেন, দেখুন সেই তালিকা।

০৩ ১১
তা ছাড়া, রাস্তায় বেরোলে সময় না দেখলে চলে বলুন? সে যতই ফোন থাকুক হাতে, হাত ঘড়ি এখনও ফ্যাশনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এ বার পুজোয় নতুন স্মার্টওয়াচ কিনতে চাইলে বাজেট ফ্রেন্ডলি ঘড়ি কী কী পাবেন, দেখুন সেই তালিকা।

তা ছাড়া, রাস্তায় বেরোলে সময় না দেখলে চলে বলুন? সে যতই ফোন থাকুক হাতে, হাত ঘড়ি এখনও ফ্যাশনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এ বার পুজোয় নতুন স্মার্টওয়াচ কিনতে চাইলে বাজেট ফ্রেন্ডলি ঘড়ি কী কী পাবেন, দেখুন সেই তালিকা।

Advertisement
০৪ ১১
নয়েস টুইস্ট রাউন্ড ডায়াল স্মার্টওয়াচ কিনতে পারেন। এখানে ব্লুটুথ কলিংয়ের সুবিধা তো পাবেনই, সঙ্গে রয়েছে ১.৩৮ ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে। এক চার্জেই এই স্মার্ট ঘড়ি চলবে ৭ দিন! এ ছাড়া আইপি ৬৮ রেটিং, হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকিংয়ের সুবিধাও পাবেন।

নয়েস টুইস্ট রাউন্ড ডায়াল স্মার্টওয়াচ কিনতে পারেন। এখানে ব্লুটুথ কলিংয়ের সুবিধা তো পাবেনই, সঙ্গে রয়েছে ১.৩৮ ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে। এক চার্জেই এই স্মার্ট ঘড়ি চলবে ৭ দিন! এ ছাড়া আইপি ৬৮ রেটিং, হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকিংয়ের সুবিধাও পাবেন।

০৫ ১১
ফাস্টট্র্যাক লিমিটলেস এফএস২+ ঘড়িতে রয়েছে ২.০১ ইঞ্চির একটি আল্ট্রা ইউভি ডিসপ্লে। ব্লুটুথ কলিংয়ের সুবিধা সহ এখানে পাবেন ১১০টির বেশি স্পোর্টস মোড, এআই ভয়েস অ্যাসিস্টেন্ট। এটিকেও এক বার চার্জ দিলে চলবে ৭ দিন।

ফাস্টট্র্যাক লিমিটলেস এফএস২+ ঘড়িতে রয়েছে ২.০১ ইঞ্চির একটি আল্ট্রা ইউভি ডিসপ্লে। ব্লুটুথ কলিংয়ের সুবিধা সহ এখানে পাবেন ১১০টির বেশি স্পোর্টস মোড, এআই ভয়েস অ্যাসিস্টেন্ট। এটিকেও এক বার চার্জ দিলে চলবে ৭ দিন।

Advertisement
০৬ ১১
বোটের গ্যাজেট পছন্দ হলে এ বার পুজোয় কিনতে পারেন আল্টিমা প্রাইম স্মার্টওয়াচ। এখানে ১.৪৩ ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ঘড়িতে পাবেন পার্সোনালাইজড ফিটনেস ট্র্যাকার।

বোটের গ্যাজেট পছন্দ হলে এ বার পুজোয় কিনতে পারেন আল্টিমা প্রাইম স্মার্টওয়াচ। এখানে ১.৪৩ ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ঘড়িতে পাবেন পার্সোনালাইজড ফিটনেস ট্র্যাকার।

০৭ ১১
গোবোল্ট ড্রিফট+ স্মার্টওয়াচ যদি কিনতে চান এখানে পাবেন ১.৮৫ ইঞ্চির একটি বড় এইচডি ডিসপ্লে। আইপি ৬৭ সহ ব্লুটুথ কলিং, ১৫০টির বেশি ওয়াচফেসের সুবিধা থাকবে। শরীরে অক্সিজেন মাপার অপশন-সহ এআই ভয়েস অ্যাসিস্টেন্ট।

গোবোল্ট ড্রিফট+ স্মার্টওয়াচ যদি কিনতে চান এখানে পাবেন ১.৮৫ ইঞ্চির একটি বড় এইচডি ডিসপ্লে। আইপি ৬৭ সহ ব্লুটুথ কলিং, ১৫০টির বেশি ওয়াচফেসের সুবিধা থাকবে। শরীরে অক্সিজেন মাপার অপশন-সহ এআই ভয়েস অ্যাসিস্টেন্ট।

Advertisement
০৮ ১১
ফায়ার বোল্টের ঘড়ি কিনবেন ভাবছেন? তাহলে এই ব্র্যান্ডের টক ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ কিনতে পারেন যেখানে রয়েছে ১.৩৯ ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে। হ্যান্ডস অন ভয়েস অ্যাসিস্টেন্ট, ১২০টি স্পোর্টস মোড, মাইক সহ নানা সুবিধাও পাবেন।

ফায়ার বোল্টের ঘড়ি কিনবেন ভাবছেন? তাহলে এই ব্র্যান্ডের টক ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ কিনতে পারেন যেখানে রয়েছে ১.৩৯ ইঞ্চির একটি টিএফটি ডিসপ্লে। হ্যান্ডস অন ভয়েস অ্যাসিস্টেন্ট, ১২০টি স্পোর্টস মোড, মাইক সহ নানা সুবিধাও পাবেন।

০৯ ১১
বোল্টের সদ্য লঞ্চ হওয়া এই ঘড়িতে পাবেন ২.০১ ইঞ্চির একটি থ্রি ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এ ছাড়া এই স্মার্ট ঘড়িতেও থাকবে ব্লুটুথ কলিং, ১২০টির বেশি স্পোর্টস মোড-সহ অক্সিজেন মাপার সুবিধা।

বোল্টের সদ্য লঞ্চ হওয়া এই ঘড়িতে পাবেন ২.০১ ইঞ্চির একটি থ্রি ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এ ছাড়া এই স্মার্ট ঘড়িতেও থাকবে ব্লুটুথ কলিং, ১২০টির বেশি স্পোর্টস মোড-সহ অক্সিজেন মাপার সুবিধা।

১০ ১১
বোটের লুনার ভিস্তাও কিনতে পারেন এই পুজোয়। আলাদাই মাত্রা যোগ করবে এটি আপনার পুজোর সাজে। ১.৫২ ইঞ্চির একটি ডিসপ্লে সহ এই ঘড়িতে রয়েছে হার্ট রেট, অক্সিজেন মাপার সুবিধাও। ট্র্যাক করতে পারবেন শরীরচর্চার নানা পরিমাপও।

বোটের লুনার ভিস্তাও কিনতে পারেন এই পুজোয়। আলাদাই মাত্রা যোগ করবে এটি আপনার পুজোর সাজে। ১.৫২ ইঞ্চির একটি ডিসপ্লে সহ এই ঘড়িতে রয়েছে হার্ট রেট, অক্সিজেন মাপার সুবিধাও। ট্র্যাক করতে পারবেন শরীরচর্চার নানা পরিমাপও।

১১ ১১
নয়েস পালস ২ ম্যাক্স ঘড়িতে পাবেন ১.৮৫ ইঞ্চির একটি ডিসপ্লে, যেখানে থাকবে ব্লুটুথ কলিং। চমকে দেওয়ার মতো ফিচার? এটিকে এক বার চার্জ দিলেই ১০ দিন নিশ্চিন্ত আপনি। স্মার্ট ডিএনডি মোড সহ, ১০০টির বেশি স্পোর্টস মোড রয়েছে এখানে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)

নয়েস পালস ২ ম্যাক্স ঘড়িতে পাবেন ১.৮৫ ইঞ্চির একটি ডিসপ্লে, যেখানে থাকবে ব্লুটুথ কলিং। চমকে দেওয়ার মতো ফিচার? এটিকে এক বার চার্জ দিলেই ১০ দিন নিশ্চিন্ত আপনি। স্মার্ট ডিএনডি মোড সহ, ১০০টির বেশি স্পোর্টস মোড রয়েছে এখানে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি