Indian Economy

প্রকৃত আর্থিক বৃদ্ধির প্রথম পূর্বাভাস দেবে কেন্দ্র, বাড়ছে প্রত্যাশা

ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে জিডিপি, মূল্যবৃদ্ধি, শিল্পোৎপাদনের ভিত্তিবর্ষও। কেন্দ্র জিডিপি এবং শিল্পের ক্ষেত্রে ২০২২-২৩ সালকে ভিত্তিবর্ষ করেছে। নতুন নিয়মে এই হার প্রকাশ করা হবে যথাক্রমে ২৭ ফেব্রুয়ারি এবং ২৮ মে থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৮:৪৭

— প্রতীকী চিত্র।

চলতি অর্থবর্ষের গোড়া থেকেই ভাল আর্থিক বৃদ্ধির মুখ দেখছে ভারত। এপ্রিল-জুনে ৭.৮% হওয়ার পরে দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে তা আরও বেড়ে হয়েছে ৮.২%। এই পরিস্থিতিতে আজ এই অর্থবর্ষে ভারতের প্রকৃত আর্থিক বৃদ্ধির প্রথম পূর্বাভাস প্রকাশ করবে মোদী সরকার। বিশেষজ্ঞদের মতে, এই পরিসংখ্যানের উপরে নির্ভর করে আসন্ন বাজেটের মূল হিসাব সারবে কেন্দ্র। অর্থাৎ রাজকোষ ঘাটতির লক্ষ্য জিডিপির নিরিখে কত হবে, কর আদায়ের লক্ষ্য কেমন হওয়া উচিত, কতটা খরচের ভার বইতে পারবে সরকার ইত্যাদি স্থির হবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে জিডিপি, মূল্যবৃদ্ধি, শিল্পোৎপাদনের ভিত্তিবর্ষও। কেন্দ্র জিডিপি এবং শিল্পের ক্ষেত্রে ২০২২-২৩ সালকে ভিত্তিবর্ষ করেছে। নতুন নিয়মে এই হার প্রকাশ করা হবে যথাক্রমে ২৭ ফেব্রুয়ারি এবং ২৮ মে থেকে। মূল্যবৃদ্ধির ভিত্তিবর্ষ হবে ২০২৪। নতুন হিসাবে পরিসংখ্যান বেরোবে ১২ ফেব্রুয়ারি থেকে।

বর্তমানে বিশ্ব জুড়ে তীব্র ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে অর্থনীতি নিয়ে কেন্দ্র কী বার্তা দেয়, তারও অপেক্ষায় রয়েছে সব মহল। বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় পণ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বসানো ৫০% শুল্ক, তার জেরে রফতানিতে ধাক্কা এবং সম্প্রতি রাশিয়ার তেল কেনা নিয়ে অশান্তি উস্কে ট্রাম্পের ফের শুল্ক বৃদ্ধির হুমকির মুখে দাঁড়িয়ে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস এবং অর্থনীতি নিয়ে মোদী সরকারের বক্তব্য গুরুত্বপূর্ণ।

গত বাজেটে করদাতাকে সুরাহা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে ৩৭৫টি পণ্যে কমেছে জিএসটির হার। মূল্যবৃদ্ধি মাথা নামানোয় সুদ ছেঁটেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সংশ্লিষ্ট মহলের মতে, এই তিন ঘটনাই দেশে চাহিদা বাড়াতে সাহায্য করছে। যে কারণে আরবিআই চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬.৮% থেকে বাড়িয়ে ৭.৩% করেছে। কেন্দ্রও তা উপরের দিকে রাখতে পারে। এ দিনই মূল্যায়ন সংস্থা ইন্ডিয়া রেটিংসের অনুমান, প্রকৃত আর্থিক বৃদ্ধির হার এ বার হতে পারে ৭.৪%, মূল্যবৃদ্ধি বাদে ৯%।

এ দিকে, এই দিনই আগামী তিন বছরের জন্য দেশে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে তৈরি হতে চলা পরিকাঠামো প্রকল্পের রূপরেখা প্রকাশ করেছে কেন্দ্র। অর্থ মন্ত্রকের অধীন আর্থিক পরিষেবা দফতর জানিয়েছে, কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মিলিয়ে ৮৫২টি প্রকল্প রয়েছে পরিকল্পনার আওতায়। সেগুলিতে সব মিলিয়ে খরচ হবে ১৭ লক্ষ কোটি টাকার বেশি। কেন্দ্রীয় প্রকল্পগুলির মধ্যে প্রাধান্য পেয়েছে সড়ক পরিবহণ ও পণ্য পরিবহণ ক্ষেত্র। পশ্চিমবঙ্গের তালিকায় রয়েছে একটি প্রকল্প। সম্ভাব্য খরচ ৮২৪৭ কোটি টাকা।

এক ঝলকে

২০২৪-২৫ দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৫%।

চলতি অর্থবর্ষের এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বরে তা যথাক্রমে ৭.৮% এবং ৮.২%।

আজ জানা যাবে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কেন্দ্রের দেওয়া প্রাথমিক বৃদ্ধির পূর্বাভাস।

রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, তা হতে পারে ৭.৩%।

এই অনুমানে ভর করে আসন্ন বাজেটে স্থির হবে পরের অর্থবর্ষের রাজকোষ ঘাটতি, কর আদায়, ব্যয় ইত্যাদির লক্ষ্য।

আরও পড়ুন