Foreign Investment

কারণ সেই ট্রাম্প, বাজার থেকে প্রায় ন’হাজার কোটি তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা

জানুয়ারিতে ভারতের বাজার ছেড়েছিল ৭৮,০২৭ কোটি টাকার বিদেশি পুঁজি। ফেব্রুয়ারি ও মার্চে যথাক্রমে ৩৪,৫৭৪ কোটি ও ৩৯৭৩ কোটি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ০৭:০৫
ভারতের শেয়ার বাজার ছাড়ল বিদেশি পুঁজি।

ভারতের শেয়ার বাজার ছাড়ল বিদেশি পুঁজি। —প্রতীকী চিত্র।

ফের ভারতের শেয়ার বাজার ছাড়ল বিদেশি পুঁজি। চলতি মাসের প্রথম সপ্তাহে এ দেশের বাজারে শেয়ার বিক্রি করে ৮৭৪৯ কোটি টাকা তুলেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-চিনের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা থমকে যাওয়া, ইস্পাত ও অ্যালুমিনিয়ামে দ্বিগুণ শুল্ক ও সে দেশে বন্ডের বাজারে প্রকৃত আয় (ইল্ড) কমাই এর কারণ।

জানুয়ারিতে ভারতের বাজার ছেড়েছিল ৭৮,০২৭ কোটি টাকার বিদেশি পুঁজি। ফেব্রুয়ারি ও মার্চে যথাক্রমে ৩৪,৫৭৪ কোটি ও ৩৯৭৩ কোটি। এপ্রিলে অবশ্য নিট হিসেবে ভারতের শেয়ারে ৪২২৩ কোটি টাকা ঢেলেছে তারা। মে-তে ১৯,৮৬০ কোটি। এ বার ফের টাকা তোলায় ২০২৫ সালে ভারতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি শেয়ার বেচেছে মোট ১.০১ লক্ষ কোটি টাকার।

মর্নিংস্টার ইনভেস্টমেন্ট-এর কর্তা হিমাংশু শ্রীবাস্তবের মতে, আমেরিকায় বন্ডের ইল্ড বৃদ্ধি পাওয়া বাজারে আতঙ্ক তৈরি করেছে। তার উপরে চিন-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা না এগোনো নিয়েও খুশি নন লগ্নিকারীরা। এ সবের জেরে তাঁরা সুরক্ষিত লগ্নির পথে খুঁজছেন।

যদিও রিজ়ার্ভ ব্যাঙ্ক সুদের হার ৫০ বেসিস পয়েন্ট ও নগদ জমার অনুপাত ১০০ বেসিস পয়েন্ট কমানোয় উৎসাহবাড়বে বলেই মত বাজার মহলের। জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের কর্তা ভি কে বিজয়কুমারের বক্তব্য, গত অর্থবর্ষে বৃদ্ধির হার ছিল ৬ শতাংশের উপরে। যা উৎসাহ জোগাবে। তবেশেয়ারের দাম যে জায়গায় চড়ে, তাতে সূচক খুব বেশি উঠবে না।

আরও পড়ুন