এপ্রিলে ৪২২৩ কোটি টাকা ঢালে বিদেশি লগ্নিকারীরা। —প্রতীকী চিত্র।
এক দিকে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, আর তার উল্টো দিকে ভারতীয় অর্থনীতির সূচকগুলির শক্তি পুনরুদ্ধার— মূলত এই দুই কারণে চলতি মাসের প্রথমার্ধ পর্যন্ত এ দেশের শেয়ার বাজারের উপরে আস্থা বজায় থাকল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির। ডিপোজ়িটরি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মে মাসে (১৬ তারিখ পর্যন্ত) নিট ১৮,৬২০ কোটি টাকা এই খাতে ঢেলেছে তারা। বাজার বিশেষজ্ঞদের আশা, এখন আপাতত এই প্রবণতা বজায় থাকবে।
জানুয়ারিতে নিট ৭৮,০২৭ কোটি টাকা তুলে নিয়েছিল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ফেব্রুয়ারিতে তা ছিল ৩৪,৫৭৪ হাজার কোটি। পরিস্থিতি বদলাতে থাকে মার্চ থেকে। সে মাসে নিট পুঁজি প্রত্যাহার হলেও সেই অঙ্ক কমে ৩৯৭৩ কোটি হয়। আর এপ্রিলে ৪২২৩ কোটি টাকা ঢালে বিদেশি লগ্নিকারীরা। এই মাসে সেই পুঁজি আসা বহাল রয়েছে। জিয়োজিৎ ইনভেস্টমেন্টের মুখ্য কৌশল নির্ধারণকারী ভি কে বিজয়কুমার বলেন, ‘‘বিদেশি লগ্নিকারীদের ভারতের প্রতি আগ্রহ বজায় থাকবে বলেই মনে হয়। সে ক্ষেত্রে মূলত বড় অঙ্কের শেয়ার ভিত্তিক সংস্থাগুলি উপকৃত হবে।’’
বাজার বিশেষজ্ঞদের বক্তব্য, আমেরিকা এবং চিন প্রাথমিক ভাবে ৯০ দিনের জন্য শুল্ক যুদ্ধ স্থগিত রাখতে সম্মত হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি এবং মূল্যবৃদ্ধি কমা, সুদ মাথা নামানো-সহ বিভিন্ন আর্থিক সূচকের উন্নতি। এই সবের প্রভাবে অদূর ভবিষ্যতেও ভারতের প্রতি বিদেশি লগ্নিকারীদের আগ্রহ বজায় থাকতে পারে।