Trade Deal

লক্ষ্য বাণিজ্যচুক্তি, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নাগাড়ে বৈঠক দিল্লির

আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কার্যকর করার ব্যাপারে নয়াদিল্লি ইতিবাচক। তবে বিকল্প খোঁজা ছাড়াও গতি নেই। এ দিন জয়পুরে প্রবাসী রাজস্থানি দিবস উপলক্ষে এক কর্মসূচিতে গয়াল জানান, ইইউ-র সঙ্গে বোঝাপড়ার খসড়া কাঠামো তৈরি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৭:২৪

—প্রতীকী চিত্র।

ভারতের চালে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকি যখন মোদী সরকারকে ফের অস্বস্তিতে ফেলেছে, তখনই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে ভারতে এল আমেরিকার প্রতিনিধি দল। বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে দেখা করেন সে দেশের উপ-বাণিজ্য প্রতিনিধি রিক সুইৎজ়ার। বুধ-বৃহস্পতি দু’দিন ধরেই বৈঠক চলার কথা। বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের বার্তা, ‘‘নিরবচ্ছিন্ন ভাবে আলোচনা চলছে। দ্রুত আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (প্রথম দফা) দিকে এগিয়ে যাচ্ছি।’’ ২৫% পাল্টা শুল্কের সঙ্গে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে আরও ২৫% যোগ করে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপরে মোট ৫০% শুল্ক চাপিয়েছেন। তার পরে এই নিয়ে দু’বার চুক্তি চূড়ান্ত করার জন্য আলোচনা করতে এ দেশে এলেন ট্রাম্পের প্রতিনিধিরা।

এই বৈঠকের আগের দু’দিন (৮ ও ৯ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচের সঙ্গে আলোচনা চালান পীযূষ। উদ্দেশ্য প্রায় এক। ভারত-ইইউ অবাধ বাণিজ্য চুক্তি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কার্যকর করার ব্যাপারে নয়াদিল্লি ইতিবাচক। তবে বিকল্প খোঁজা ছাড়াও গতি নেই। এ দিন জয়পুরে প্রবাসী রাজস্থানি দিবস উপলক্ষে এক কর্মসূচিতে গয়াল জানান, ইইউ-র সঙ্গে বোঝাপড়ার খসড়া কাঠামো তৈরি। দ্রুত চুক্তি চূড়ান্ত করতে দু’পক্ষই বদ্ধপরিকর। এখন দেখার এক সপ্তাহে চুক্তি হয় নাকি এক মাসে। নিউ জ়িল্যান্ড এবং ওমানের সঙ্গেও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, জানান তিনি।

সূত্রের খবর, এ দিন তাৎপর্যপূর্ণ ভাবে আমেরিকার সেনেটের একটি কমিটির সামনে সে দেশের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, ‘‘কিছু শস্য, মাংস এবং দুগ্ধজাত পণ্যের বাজার খোলার ব্যাপারে ভারতের আপত্তি করেছে। তাদের সঙ্গে আলোচনা চালিয়ে কিছু আদায় করা বেশ শক্ত। তবে এখনও পর্যন্ত ভারত যে যে বিষয়ে সম্মত হয়েছে, তেমন সুবিধা আমেরিকা আগে কখনও পায়নি।’’ গ্রিয়ারের এই বক্তব্যে ইতিবাচক ইঙ্গিত খুঁজছে সংশ্লিষ্ট মহল। আশা প্রকাশ করেছেন গয়ালও।

আরও পড়ুন