Double Return

কত দিনে দ্বিগুণ হবে স্থায়ী আমানতের লগ্নি? ‘৭২-এর নিয়ম’ প্রয়োগে কী ভাবে জানবেন বছরের হিসাব?

ব্যাঙ্ক বা ডাকঘরে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (এফডি) লগ্নি করলে বছরে সুনির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকেন বিনিয়োগকারী। এতে টাকা রাখলে কত দিনে তা দ্বিগুণ হবে, সেটা জানার একটা সহজ হিসাব রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৪
Representative Picture

প্রতীকী ছবি।

স্থায়ী আমানত বা এফডিতে (ফিক্সড ডিপোজ়িট) লগ্নি করলে বছরে সুনির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে ব্যাঙ্ক বা ডাকঘর। এতে বিনিয়োগ করলে কত দিনে দ্বিগুণ হবে টাকা? সেটা জানার একটা সহজ হিসাব রয়েছে। চলতি কথায় এর নাম ‘৭২-এর নিয়ম’। এতে ৭২-কে সুদের হার দিয়ে ভাগ করে লগ্নি করা টাকা কত সময়ে দ্বিগুণ হবে তা অনুমান করতে পারেন বিনিয়োগকারী।

Advertisement

একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে। স্থায়ী আমানতে বছরে সুদের হার ছ’শতাংশ হলে লগ্নি করা অর্থ দ্বিগুণ হতে ১২ বছর (৭২/৬ =১২) সময় লাগতে পারে। এখানে উল্লেখ্য, সুদের হার ছয় থেকে ১০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করলে এই নিয়মে সবচেয়ে সঠিক সময়ের হিসাবে পাবেন বিনিয়োগকারী। কিন্তু সুদের হার অনেকটা বেশি বা কম হলে এই নিয়মে অনুমান ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যাঙ্ক বা ডাকঘরে স্থায়ী আমানতের উপরে সুদ সাধারণত চক্রবৃদ্ধি হারে প্রযোজ্য হয়ে থাকে। সুদ অন্য ভাবে হিসাব করলে কত দিনে টাকা দ্বিগুণ হবে, তা ‘৭২-এর নিয়মে’ বোঝা কঠিন। দ্বিতীয়ত, সুদের হার হ্রাস বা বৃদ্ধি পেলেও সংশ্লিষ্ট গণিতের হিসাবে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার সময় মিলবে না।

স্থায়ী আমানতের উপরে সুদের হার টানা ১০-১২ বছর একই রকম থাকে না। আর্থিক পরিস্থিতির উপরে নির্ভর করে সময়ে সময়ে সেটা বদল করে থাকে ব্যাঙ্ক বা ডাকঘর। ফলে ’৭২-র নিয়মে’ লগ্নি করা অর্থ কত দিনে দ্বিগুণ হতে পারে, বিনিয়োগকারীরা তার একটা অনুমান পেতে পারেন মাত্র। এটা কোনও স্বতঃসিদ্ধ হিসাব নয়।

Advertisement
আরও পড়ুন