বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে ওয়েস্ট বেঙ্গল সার্কলের ২৪টি অঞ্চলের ডাকঘরে। —প্রতীকী চিত্র।
কাল (১৪ জুলাই) পূর্ব কলকাতা, দক্ষিণ হুগলি এবং দক্ষিণ দিনাজপুর অঞ্চল, আন্দামান এবং সিকিমের ডাকঘরগুলিতে শুধু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে লেনদেন করা যাবে। রেজিস্ট্রি, স্পিড পোস্ট, মানি অর্ডার, পার্সেলের মতো বাকি সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। আর ৪ অগস্ট ওই পাঁচ অঞ্চল বাদে সংশ্লিষ্ট পরিষেবাগুলি বন্ধ থাকবে ওয়েস্ট বেঙ্গল সার্কলের বাকি ২৪টি অঞ্চলের ডাকঘরে। এই দু’দিন রাজ্যের ডাকঘরগুলির সমস্ত ‘বাল্ক বুকিং কেন্দ্রে’ (যেখান থেকে বড় সংখ্যায় পণ্য পাঠানো হয়)-ও কোনও পরিষেবা পাওয়া যাবে না। ডাক বিভাগের দাবি, ডাকঘরে পুরোদস্তুর ডিজিটাল লেনদেন চালুর জন্যই বন্ধ রাখতে হবে পরিষেবা।
ডাকঘরে সেভিংস ডিপোজ়িট-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি চলে নিজস্ব ফিনাক্ল সফটওয়্যারে। তাই ডিজিটাল লেনদেন চালু হবে পার্সেল বুকিং, স্পিড পোস্ট-সহ বাকি সব পরিষেবায়। ডাক বিভাগের পক্ষে অধিকর্তা ঋজু গঙ্গোপাধ্যায় জানান, পূর্ব কলকাতা, দক্ষিণ হুগলি এবং দক্ষিণ দিনাজপুর অঞ্চল, আন্দামান এবং সিকিমের ডাকঘরে ডিজিটাল লেনদেন শুরু হচ্ছে ১৫ জুলাই। তবে তা ‘পাইলট’ বা পরীক্ষামূলক। সব ঠিকঠাক চললে ৫ অগস্ট থেকে ওয়েস্ট বেঙ্গল সার্কলের সব ডাকঘরে চলবে পুরোদস্তুর ডিজিটাল লেনদেন। ঋজুর দাবি, দু’ক্ষেত্রেই নতুন প্রযুক্তি চালুর আগের দিন ডাক পরিষেবাগুলি বন্ধ রাখা হবে।