RBI Repo Rate

বড়দিনের আগে আরও কমবে বাড়ি-গাড়ির সুদ? আরবিআই গভর্নরের কথায় তুঙ্গে জল্পনা

চলতি বছরের ডিসেম্বরে মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট হ্রাস করতে পারে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটির গভর্নর সঞ্জয় মলহোত্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৪:২৫
Representative Picture

চলতি বছরের ডিসেম্বরে মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট কমাতে পারে রিজ়ার্ভ ব্যাঙ্ক। — প্রতীকী ছবি।

ডিসেম্বরে ফের কমবে বাড়ি-গাড়ির সুদ? ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক বা আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির বৈঠকের আগে এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। বহুজাতিক মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা মর্গ্যান স্ট্যানলির দাবি, ডিসেম্বরের বৈঠকে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাবেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র। চলতি বছরের ৬ জুন থেকে তা ৫.৫ শতাংশে দাঁড়িয়ে রয়েছে।

Advertisement

বছর শেষে রিজ়ার্ভ ব্যাঙ্ক কেন রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে, তার ব্যাখ্যাও দিয়েছে মর্গ্যান স্ট্যানলি। মার্কিন সংস্থাটির দাবি, ভোক্তা মূল্য সূচকে (কনজ়িউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই) মুদ্রাস্ফীতির হার কমাতে এই সিদ্ধান্ত নিতে চলেছে আরবিআই। তাদের কথা সত্যি হলে রেটো রেট নেমে আসবে ৫.২৫ শতাংশে। সে ক্ষেত্রে ভাসমান হারে বাড়ি-গাড়ির ঋণের মাসিক কিস্তিতে যে স্বস্তি মিলবে, তা বলাই বাহুল্য।

সোমবার, ২৪ নভেম্বর এক সাক্ষাৎকারে রেপো রেট কমানোর ইঙ্গিত দিয়েছেন খোদ আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র। সেখানে তিনি বলেন, ‘‘অক্টোবরে মুদ্রানীতি কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছিল। এর পর দেশের সর্বনিম্ন স্তরের আর্থিক তথ্য সংগ্রহ করা হয়। সেগুলি বিশ্লেষণ করে সুদের হার কমানোর সুযোগ কমেছে, এমনটা মনে হয়নি। বর্তমান অবস্থায় এটা একেবারেই ঝুঁকিপূর্ণ নয়।’’ যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরের মুদ্রানীতি কমিটির বৈঠকে নেওয়া হবে বলে স্পষ্ট করেছেন তিনি।

চলতি আর্থিক বছরের (২০২৫-’২৬) প্রথমার্ধে রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে দেয় আরবিআই। গত অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতির হার ০.২৫ শতাংশ কমে যায়, যা রেকর্ড। কেন্দ্রীয় ব্যাঙ্কের দাবি, এর জেরে কিছুটা কমেছে খাদ্যপণ্যের দাম। সস্তা হয়েছে অন্যান্য ভোগ্যপণ্যও। সেই কারণেই রেপো রেট আরও হ্রাস করার মতো সাহসী সিদ্ধান্ত রিজ়ার্ভ ব্যাঙ্ক নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

দেশের যাবতীয় সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে ব্যবসা চালাতে সুনির্দিষ্ট সুদের হারে কোটি কোটি টাকা ঋণ দিয়ে থাকে আরবিআই। অর্থনীতির পরিভাষায় এই সুদের হারকে বলা হয় রেপো রেট। এর সঙ্গে ভাসমান সুদের হারে দেওয়া ঋণকে সম্পৃক্ত রাখে বাণিজ্যিক ব্যাঙ্ক। আর তাই রোপো রেট কমলে হ্রাস পায় বাড়ি-গাড়ির ঋণের মাসিক কিস্তি।

আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর চলতি আর্থিক বছরের (২০২৫-’২৬) তৃতীয় মুদ্রানীতি কমিটির বৈঠক করবে রিজ়ার্ভ ব্যাঙ্ক। তিন দিনের আলোচনা শেষে রেপো রেটের পাশাপাশি মুদ্রাস্ফীতির হার এবং দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দেবেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর মলহোত্র।

Advertisement
আরও পড়ুন