আমেরিকার হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট নেতারা শুক্রবার এই ছবিগুলি প্রকাশ করেন। ছবি: সংগৃহীত।
যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের বাড়ি থেকে পাওয়া আরও বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। তার মধ্যে তিনটি ছবিতে দেখা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। একটিতে দেখা যাচ্ছে, ছ’জন মহিলার সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন তিনি। ছবির মধ্যমণি বলা যেতে পারে ট্রাম্পকেই। দু’পাশে তিন জন করে মহিলা দাঁড়িয়ে। মাঝখানে ট্রাম্প।
শুক্রবার আমেরিকার হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট নেতারা এই ছবিগুলি প্রকাশ্যে এনেছেন। প্রথমে ১৯টি ছবি প্রকাশ করা হয়। তার পরে আরও প্রায় ৮০টি ছবি প্রকাশ্যে আসে। সব মিলিয়ে প্রায় ১০০টি ছবি প্রকাশ করেন ডেমোক্র্যাট নেতারা। তার মধ্যে বেশ কিছু ছবি আগেও প্রকাশ্যে এসেছে। শুক্রবার প্রকাশ্যে আসা ছবিগুলিতে এপস্টাইনের সঙ্গে বিত্তবান এবং প্রভাবশালীদের যোগাযোগের তত্ত্ব আরও জোরালো হয়েছে।
বস্তুত, এপস্টাইনের বাড়ি থেকে অতীতে ৯৫ হাজারেরও বেশি ছবি পাওয়া গিয়েছে। তার একটি অংশ শুক্রবার ফাঁস করে ডেমোক্র্যাট শিবির। এর মধ্যে তিনটি ছবিতে ট্রাম্পকে দেখা গিয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, ছ’জন মহিলার সঙ্গে (দু’পাশে তিন জন করে) হাসিমুখে দাঁড়িয়ে ছবি তুলছেন ট্রাম্প। মহিলাদের পরিচয় গোপন রাখতে তাঁদের মুখগুলি কালো কালি দিয়ে ঢেকে প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় একটি ছবিতে সাদা চুলের এক মহিলার সঙ্গে ট্রাম্পকে দেখা যাচ্ছে। ছবিটি ঈষৎ ঝাপসা। তাতে দেখা যাচ্ছে, উভয়েই কোট পরে রয়েছেন। ট্রাম্পের গলায় লাল রঙের টাইটি কিছুটা আলগা করে রাখা। এ ক্ষেত্রেও মহিলার মুখটি কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তৃতীয় ছবিটিতে ট্রাম্পকে এপস্টাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
ডেমোক্র্যাটদের প্রকাশ করা ছবিগুলিতে শুধু ট্রাম্পকেই নয়, অন্য বিভিন্ন বিত্তবান এবং প্রভাবশালীকেও দেখা গিয়েছে। তালিকায় রয়েছেন ট্রাম্পের প্রাক্তন সহযোগী স্টিভ ব্যানন। প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকেও দেখা গিয়েছে কিছু ছবিতে। প্রকাশ্যে আসা ছবিতে রয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। দেখা গিয়েছে মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা তথা মার্কিন শিল্পপতি বিল গেট্সকেও।
হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়া এক বিবৃতিতে বলেন, “এই উদ্বেগজনক ছবিগুলি এপস্টাইন এবং বিশ্বের ক্ষমতাধর কিছু মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন আরও জোরালো করে তুলেছে। মার্কিন জনতার কাছে সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত আমরা থামব না। বিচার বিভাগকে অবশ্যই সকল ফাইল প্রকাশ্যে আনতে হবে।” ডেমোক্র্যাট শিবির আরও জানিয়েছে, তাঁরা এপস্টাইনের অপরাধমূলক কাজকর্মের শিকার হওয়া মহিলাদের পরিচয় গোপন রাখার জন্য মুখগুলি কালো করে দিয়েছেন।