H-1B Visa Row

এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি নিয়ে নিজের দেশেই প্রশ্নের মুখে ট্রাম্প! আদালতের দ্বারস্থ হচ্ছে আমেরিকার ২০টি প্রদেশ

দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করার জন্য মার্কিন সংস্থাগুলিকে এইচ-১বি ভিসার ব্যবস্থা করতে হয়। নয়া বিধি অনুসারে, বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলিকে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) দিতে হচ্ছে ট্রাম্প সরকারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:২৮
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

এইচ-১বি ভিসা নিয়ে নিজের দেশেই প্রশ্নের মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। ওই ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে আমেরিকার ২০টি প্রদেশ। মূলত ডেমোক্র্যাটশাসিত প্রদেশগুলিই এইচ-১বি ভিসা নিয়ে ট্রাম্প-নীতির বিরুদ্ধে জোট বাঁধছে।

Advertisement

২০টি প্রদেশের মধ্যে রয়েছে ক্যালিফর্নিয়াও। ওই প্রদেশে়র অ্যাটর্নি জেনারেল রব বন্টা সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন, এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির কারণে বহু সংস্থা বিদেশের দক্ষ কর্মীদের নিয়োগ করতে পারছে না। ফলে ক্যালিফর্নিয়া-সহ বিভিন্ন প্রদেশে স্বাস্থ্য, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মীসঙ্কট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করার জন্য মার্কিন সংস্থাগুলিকে এইচ-১বি ভিসার ব্যবস্থা করতে হয়। নয়া বিধি অনুসারে, বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন সংস্থাগুলিকে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) দিতে হচ্ছে ট্রাম্প সরকারকে। আগে এই ভিসার জন্য আমেরিকার কোনও সংস্থাকে মাত্র ৯৬০ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৬ হাজার ৯৩০ টাকা) থেকে সর্বোচ্চ ৭৫৯৫ ডলার (ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ ৮৭ হাজার ৭৪৫ টাকা) খরচ করতে হত।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, শুক্রবার (আমেরিকার স্থানীয় সময় অনুসারে) ম্যাসাচুসেটস-এর ফেডেরাল কোর্টে মামলা দায়ের করতে পারে ২০টি রাজ্য। মামলাকারী প্রদেশগুলির বক্তব্য, ফি বৃদ্ধির বিষয়টি মার্কিন আইনসভায় অনুমোদিত হয়নি। তা ছাড়া যে উদ্দেশে এইচ-১বি ভিসার প্রচলন করা হয়েছিল, সেই উদ্দেশ্য মার খাচ্ছে বলে দাবি করা হয়েছে।

ক্যালিফর্নিয়া ছাড়াও যে প্রদেশগুলি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে চলেছে, সেগুলি হল ম্যাসাচুসেটস, অ্যারিজ়োনা, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ার, হাওয়াই, ইলিনয়, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, অরিগন, রোড আইল্যান্ড, ভারমন্ট, ওয়াশিংটন এবং উইসকনসিন।

Advertisement
আরও পড়ুন