Repo Rate Cut

বড়দিনের আগে রেপো রেটে আবার পরিবর্তন! রিজ়ার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে কী প্রভাব পড়বে সাধারণের জীবনে?

মুদ্রানীতি কমিটির তিন দিনের বৈঠকের পর রেপো রেট কমানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সুদের হার ঘোষণা করেন গভর্নর মলহোত্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১০:৫৩
RBI reduces repo rate

ছবি: সংগৃহীত।

বড়দিনের আগে আবার সুদ কমানোর পথে হাঁটল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করল দেশের শীর্ষ ব্যাঙ্ক। শুক্রবার, ৫ ডিসেম্বর নতুন রেপো রেট ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র। রিজ়ার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের ফলে ৫.৫ শতাংশ থেকে ওই সূচক নেমে এল ৫.২৫ শতাংশে। এই নিয়ে চলতি বছরে চতুর্থ বারের জন্য কমল রেপো রেট বা রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদের হার। এর আগে গত ফেব্রুয়ারি, এপ্রিলে ২৫ করে এবং জুনে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। নতুন হারে সুদ কমার পর ২০২৫ সালে মোট ১২৫ বেসিস পয়েন্ট কমল রেপো রেট।

Advertisement

মুদ্রানীতি কমিটির তিন দিনের বৈঠকের পর রেপো রেট কমানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সুদের হার ঘোষণা করেন গভর্নর মলহোত্র। আরবিআই রেপো রেট কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে। যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত ঋণে সুদের হার কমে। এর জেরে স্বস্তি পাবে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া আমজনতা। কমবে তাদের মাসিক কিস্তির অঙ্ক।

যে সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। ফলে যে গ্রাহকেরা ভাসমান সুদে গৃহঋণ বা গাড়ির ঋণ নিয়েছেন, তাঁদের সুদ বাবদ গুনতে হবে কম টাকা। এক কথায় গাড়ি ও বাড়ির ঋণে হ্রাস পেতে পারে সুদের হার।

টানা দু’বার মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছিল। মুদ্রাস্ফীতির হার স্থিতিশীল হওয়ায় রেপো রেটের হার একই রাখা হয়। এই বছরের জন্য মুদ্রাস্ফীতি ২ শতাংশ থাকবে বলে অনুমান মুদ্রানীতি কমিটির। এই পরিমাণ রিজ়ার্ভ ব্যাঙ্কের পূর্ববর্তী পূর্বাভাসের চেয়ে ০.৬ শতাংশ কম বলে জানিয়েছেন গভর্নর সঞ্জয় মলহোত্র।

Advertisement
আরও পড়ুন