রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র।
শুধু ব্যাট হাতে রান করা নয়, সতীর্থদের বড় ভরসা হয়ে উঠেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই তো দুই সিনিয়র ক্রিকেটারের হয়ে ব্যাট ধরছেন একের পর এক তরুণ ক্রিকেটার। তিলক বর্মা, কুলদীপ যাদবেরা তো আগেই বলেছেন, এ বার যশস্বী জয়সওয়াল তাঁর কেরিয়ারে রোহিত ও কোহলির প্রভাবের কথা জানিয়েছেন। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে তাঁদের সঙ্গে খেলতে চান যশস্বী।
আইসিসির এক দিনের ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে রয়েছেন রোহিত। অস্ট্রেলিয়ায় সিরিজ়ের সেরা হয়ে নিজের জায়গা পাকা করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের সেরা হয়ে দু’নম্বরে উঠে এসেছেন কোহলি। তাঁরা থাকলে দলের আত্মবিশ্বাস কতটা বাড়ে তা নিয়ে মুখ খুলেছেন যশস্বী।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেললেও টি-টোয়েন্টি দলে নেই তিনি। ফলে আপাতত বিশ্রামে ভারতীয় ব্যাটার। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যশস্বী বলেন, “রোহিত ভাই, বিরাট ভাই থাকলে সারা ক্ষণ খেলা নিয়ে আলোচনা হয়। ওদের অভিজ্ঞতার কথা ওরা বলে। কী ভাবে দেশকে জিতিয়েছে সেই কথা শুনে উদ্বুদ্ধ হই। অল্প বয়সে ওরা যে ভুল করেছিল, সেগুলো যাতে আমরা না করি সেই শিক্ষা ওদের কাছ থেকে পাই।”
যশস্বী জানিয়েছেন, দুই ক্রিকেটার দলে থাকলে তাঁদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। সাজঘরের পরিবেশটাই বদলে যায়। ভারতীয় ওপেনারের কথায়, “ওরা থাকলে ভরসা পাই। ওরা পাশে না থাকলে ভয় লাগে। ওরা আমাদের অনুপ্রেরণা। তৃতীয় এক দিনের ম্যাচে রোহিত ভাই আমাকে বলছিল, ‘তুই চাপ নিস না। ধীরে ধীরে খেল। আমি ঝুঁকি নিচ্ছি।’ এই কথা কত জন বলে? তার পর বিরাট ভাই বলল, ‘ছোট ছোট লক্ষ্য নিয়ে খেল। আমরাই ম্যাচ জেতাব।’ ওদের পাশে খেলা সত্যি ভাগ্যের।”
মাঠে রোহিতের কাছে বকুনিও খান যশস্বী। তবে তাতে দুঃখ হয় না। উল্টে না বকলেই অস্বস্তি হয় তাঁর। যশস্বী বলেন, “রোহিত ভাই যখন আমাদের বকে, তখন তার মধ্যে ভালবাসা ও প্রশ্রয় লুকিয়ে থাকে। এখন তো রোহিত ভাই না বকলেই অস্বস্তি হয়। ভাবি, কী ভুল করলাম? রোহিত ভাই কি কোনও কারণে বিরক্ত হল? ওর বকুনি শুনতেই ভাল লাগে।”
ভারতের টি-টোয়েন্টি দলে এখন আর নিয়মিত নন যশস্বী। তবে তিনি দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন। যশস্বী বলেন, “আমার স্বপ্ন দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। তবে এখন শুধু নিজের খেলার দিকে লক্ষ্য রাখছি। অপেক্ষা করতে হবে। সুযোগ নিশ্চয় পাব।” শুধু বিশ্বকাপ জেতা নয়, এক দিন ভারতীয় দলের অধিনায়কও হতে চান এই বাঁহাতি ওপেনার। যশস্বী বলেন, “যদি সুযোগ পাই, অবশ্যই ভারতের অধিনায়ক হতে চাই। তবে সে সব তো আমার হাতে নেই। তাই আপাতত ভাল খেলার চেষ্টা করছি।”