স্মৃতি মন্ধানা। ছবি: পিটিআই।
সুরকার পলাশ মুচ্ছলকে নিয়ে মুখে কুলুপ স্মৃতি মন্ধানার। কোনও কথা নেই বিয়ে ভাঙার কারণ নিয়েও। পলাশের সঙ্গে বিয়ে ভাঙার পর বৃহস্পতিবারই প্রথম প্রকাশ্যে এসেছেন মন্ধানা। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের একটি ভালবাসার কথাই শোনালেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
‘অ্যামাজ়ন সম্ভব সামিটে’ যোগ দিয়ে মন্ধানা জানিয়েছেন, ক্রিকেট তাঁর সবচেয়ে বড় ভালবাসা। ক্রিকেট তাঁর ব্যক্তিগত জীবনের সমস্যাকেও দূরে সরিয়ে দিতে পারে। মন্ধানা বলেন, “আমার মনে হয় না, ক্রিকেটের থেকে বেশি আমি কিছু ভালবাসি। ভারতের জার্সি পরে খেলা আমার কাছে সবচেয়ে গর্বের। ক্রিকেট আমার ব্যক্তিগত জীবনের সমস্যাকেও দূরে সরিয়ে রাখে। জীবনে এগিয়ে যেতে সাহায্য করে।”
সেই কারণেই কি বিয়ে ভাঙার পরেই ক্রিকেটে মন দিয়েছেন মন্ধানা? রবিবার, ৭ ডিসেম্বর বিয়ে ভাঙার কথা জানানোর পরের দিনই নেটে অনুশীলনে দেখা গিয়েছিল তাঁকে। মন্ধানা জানিয়েছেন, বরাবর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি। মন্ধানা বলেন, “ছোট থেকেই ক্রিকেট পাগল ছিলাম। জানি কেউ বুঝবে না, কিন্তু তখন থেকেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতাম। এত বছরের পরিশ্রমের ফসল এত দিনে পেয়েছি। আমি ভারতের জার্সি পরে ১২ বছর ধরে খেলছি। অনেক বার হতাশা দেখেছি। কিন্তু বিশ্বাস ছিল। শেষ পর্যন্ত জিতেছি।”
গত ২৩ নভেম্বর পলাশের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মন্ধানার। তার আগে হলদি, সঙ্গীত সব হয় ধুমধাম করে। বিয়ের দিন দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ধানার বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সে সময় অনির্দিষ্টকালের জন্য বিয়ে স্থগিতের কথা জানানো হয় মন্ধানা পরিবারের তরফে।
এর পর প্রকাশ্যে আসে পলাশের একাধিক মহিলার সঙ্গে সম্পর্কের কথা। শুরু হয় নতুন জল্পনা। ক্রিকেটারের সঙ্গে সুরকারের দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যায়। এর মধ্যেই শোনা গিয়েছিল, ৭ ডিসেম্বর বিয়ে হতে পারে দু’জনের। যদিও সেই খবরের সত্যতা স্বীকার করেননি মন্ধানার ভাই। শেষ পর্যন্ত ৭ ডিসেম্বর সকালেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানিয়ে দেন মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার। তাঁর পর পলাশও একই কথা জানান।
বিয়ে ভাঙার ঘোষণা করে সমাজমাধ্যমে মন্ধানা লেখেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি।’’
তিনি আরও লেখেন, ‘‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’’
আপাতত ক্রিকেটেই মন দিতে চান মন্ধানা। আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ়। হরমনপ্রীত কৌরেরা মুখোমুখি হবেন চামারি আতাপাত্তুদের। সেই সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। মন্ধানার অনুশীলনের ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বৃহস্পতিবার মুম্বইয়ের বিমানবন্দর থেকে বার হতে দেখা গিয়েছে মন্ধানাকে। তাঁর মুখে মাস্ক ছিল। ঘাড়ে ছিল একটি ব্যাগ। বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়েন তিনি। ছবিশিকারিদের এড়িয়ে যান মন্ধানা। এড়িয়ে যান সংবাদমাধ্যমকেও। কারও সঙ্গে কথা বলেননি তিনি। মন্ধানার বিমানবন্দর থেকে বার হওয়ার ভিডিয়ো অবশ্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।