Shah Rukh Khan

অনিদ্রায় ভোগেন, রাতে চার ঘণ্টা ঘুমোতেন, বয়স ষাটের দোড়গোড়ায় যেতেই কী বদল করলেন শাহরুখ?

স্ত্রী, তিন সন্তান নিয়ে, পাঁচজনের সুখী পরিবার। তাও রাতে ঘুম হয় না। চার ঘণ্টার বেশি ঘুমোতে পারেন না। এ বার কোন বদল ঘটল শাহরুখের জীবনে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ২৩:১০
শাহরুখ খান।

শাহরুখ খান। — ফাইল চিত্র।

বলিউডের ‘কিং খান’, তিন দশকেরও বেশি সময় ধরে আসমুদ্রহিমাচল মুগ্ধ করে রেখেছেন তাঁর রুপোলি জাদুতে। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। সম্প্রতি ওটিটির পর্দায় পরিচালক হিসেবে পুত্র আরিয়ান খান আত্মপ্রকাশ করেছেন। মেয়ে সুহানাও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এছাড়াও রয়েছে আর এক পুত্র আব্রাম। পাঁচজনের সুখী পরিবার। তাও রাতে ঘুম হয় না। চার ঘণ্টার বেশি ঘুমোতে পারেন না। এ বার কোন বদল ঘটল শাহরুখের জীবনে?

Advertisement

সম্প্রতি শাহরুখ জানান, চার ঘণ্টার বদলে দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমোনোর চেষ্টা করছেন। কারণ, সম্প্রতি তাঁর কাঁধে একটা অস্ত্রোপচার হয়। যাতে দ্রুত সেরে ওঠেন তার জন্য পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন। যদিও শাহরুখ জানান, তিনি কর্মব্যস্ত থাকতে ভালবাসেন। কখনও কখনও শরীর দেয় না। তবু মনের খিদে যেন মেটে না। সেই কারণেই না ঘুমিয়ে এমন পরিশ্রম করতে পারেন। ২০২৩ সালে পর পর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের। তার পর থেকে আসন্ন ছবি ‘কিং’-এর প্রস্তুতি করছেন শাহরুখ। সেই ছবিতে একেবারে পেশিবহুল চেহারায় দেখা যাবে তাঁকে। সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন