Akshay Khanna

করিশ্মার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল অক্ষয়ের, কিন্তু সেই সম্পর্ক কেন ভেঙে যায়?

করিশ্মা কপূরের সঙ্গেও নাকি একদা মনের আদানপ্রদান করেছিলেন বিনোদ-পুত্র। কিন্তু কোনও সম্পর্কই বেশি দিন টেকেনি। অক্ষয় আসলে কখনও বিবাহবন্ধনে আবদ্ধ হতেই চাননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ২১:১৩
কেন বিয়ে হয়নি করিশ্মা এবং অক্ষয়ের?

কেন বিয়ে হয়নি করিশ্মা এবং অক্ষয়ের? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা অক্ষয় খন্না। ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাত রূপে প্রকাশ্যে আসার পর থেকে সর্বত্র এখন তাঁরই নাম। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে জানা গিয়েছিল কেন তিনি এখনও অবিবাহিত। এই চর্চার মাঝেই করিশ্মা কপূরের সঙ্গে পুরনো ছবি ছড়িয়ে পড়েছে অক্ষয়ের। কপূর পরিবারের বড় মেয়ের সঙ্গে বিয়ের হওয়ার কথা ছিল তাঁর ?

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, করিশ্মার সঙ্গে বিয়ের ঠিক হয়ে গিয়েছিল তাঁর। এমনকি, অক্ষয়ের বাবা বিনোদ খন্না এবং করিশ্মার বাবা রণধীর কপূর কথাও বলে ফেলেছিলেন। কিন্তু মা ববিতা কপূর তা মানতে পারেননি। চাননি অভিনয়জীবনের ওই পর্যায়ে তিনি বিয়ে করুন। তাই সবটাই ভেঙে দেন। করিশ্মা এবং সঞ্জয় কপূরের বিয়েতে অতিথি হিসাবে এসেছিলেন অক্ষয়। সেই ছবিই এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র।

সম্প্রতি বিয়ের প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, “আমি বিয়ে করে সংসার করার মতো মানুষ নই। অনেকেই একাকীত্ব পছন্দ করেন না। কিন্তু আমি নিজের সঙ্গ ভীষণ উপভোগ করি। আর কারও চাপে পড়ে বিয়ে করাটা মনে হয় ঠিক নয়। আমি কেন বিয়ে করে বাড়তি আর একটা মানুষের দায়িত্ব নেব? নিজের দায়িত্বটুকু নিতে পারছি, তাতেই বেশ শান্তিতে আছি।’’

অক্ষয় জানান, তিনি প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পান। তিনি বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে জানান, আগে নাকি তিনি এমন ছিলেন না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের একাকীত্ব উদ্‌যাপন করতে শিখে গিয়েছেন। অক্ষয়ের দুশ্চিন্তা, বিয়ের পর যদি তাঁর জীবনের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে চলে যায়! সেই আশঙ্কায় নিজেকে ‘বিবাহিত’ দেখতে চান না অভিনেতা।

Advertisement
আরও পড়ুন