Junior Hockey World Cup 2026

ছোটদের বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ ভারতের, ০-২ পিছিয়ে থেকেও আর্জেন্টিনাকে হারাল শ্রীজেশের দল

চতুর্থ কোয়ার্টার শুরুর সময়ও ০-২ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। শেষ ১৫ মিনিটের ঝড়ে আর্জেন্টিনার পদক জয়ের আশা শেষ করে দেন পিআর শ্রীজেশের ছেলেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ২৩:১৪
picture of Hockey

জয়ের পর ভারতীয় দলের উল্লাস। ছবি: পিটিআই।

জুনিয়র হকি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতল ভারত। তৃতীয় স্থানের লড়াইয়ে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ৪-২ গোলে জয় ছিনিয়ে নিল পিআর শ্রীজেশের ছেলেরা। এই সাফল্যের জন্য পদকজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা করে এবং সাপোর্ট স্টাফদের আড়াই লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে হকি ইন্ডিয়া।

Advertisement

সেমিফাইনালে জার্মানির কাছে ১-৫ ব্যবধানে হেরে বিশ্বজয়ের আশাভঙ্গ হয়েছিল ভারতের। তবে হাল ছাড়েনি শ্রীজেশের ছেলেরা। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিলেন ভবিষ্যতের তারকারা। ম্যাচের চতুর্থ কোয়ার্টারেও ০-২ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। শেষ ১৫ মিনিটের ঝড়ে আর্জেন্টিনার পদক জয়ের আশা শেষ করে দেন ভারতীয়রা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী হকি খেলতে শুরু করে আর্জেন্টিনা। ৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করেন নিকোলাস রুরিগোয়েজ। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারেও গোল করতে পারেনি কোনও দল। তৃতীয় কোয়ার্টারের শেষে ৪৪ মিনিটে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন স্যান্টিয়াগো ফার্নান্ডেজ।

চতুর্থ কোয়ার্টার ভারত শুরু করে ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে। কিন্তু শেষ ১৫ মিনিটে ভারতীয় দলের আগ্রাসী হকির কোনও জবাব ছিল না আর্জেন্টিনার কাছে। শ্রীজেশের ছেলেদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় আর্জেন্টাইন রক্ষণ। ৪৯ মিনিটে ব্যবধান কমান অঙ্কিত পাল। ৩ মিনিট পর ৫২ মিনিটে সমতা ফেরান মনজিৎ সিংহ। ৫৭ মিনিটে ভারতকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন সর্বানন্দ তিওয়ারি। এর পর ৫৮ মিনিটে চতুর্থ গোল করে ভারতের ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন অনমোল এক্কা।

Advertisement
আরও পড়ুন