IPL 2026 Auction

নিলামের আগেই চেন্নাইয়ের কাছে হার কেকেআরের? শাহরুখদের নজরে থাকা ক্রিকেটারকে কি আগেই নিয়ে নিলেন ধোনিরা

আইপিএলের নিলামের ছ’দিন আগে সমাজমাধ্যমে ম্যাসকট লিয়োর একটি ভিডিয়ো পোস্ট করেছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। তাতে চার জন ক্রিকেটারকে দলে নেওয়ার ইঙ্গিত রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩
picture of cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

আইপিএলের ছোট নিলামের রণকৌশল তৈরি করতে ব্যস্ত ১০টি দলের কর্তৃপক্ষ। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে দল গুছিয়ে নিতে হবে তাঁদের। সব দলের নজরেই রয়েছেন কয়েক জন করে ক্রিকেটার। তৈরি রাখা হচ্ছে বিকল্প নামও। এর মধ্যেই চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের পরিকল্পনা নিয়ে ইঙ্গিত দিয়ে দিল তাঁদের ম্যাসকট। তাতে রাগের ঘুম উড়তে পারে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের।

Advertisement

ক্যামেরন গ্রিনকে দলে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে কেকেআর কর্তৃপক্ষের নজরে রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। চেন্নাই কর্তৃপক্ষেরও নজর সম্ভবত তাঁর দিকে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন চেন্নাই কর্তৃপক্ষ। তাতেই রয়েছে ইঙ্গিত।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, সিএসকের ম্যাসকট লিয়ো বাজার করতে বেরিয়েছে। প্রথমে কাশ্মীরি আপেল কেনে। তার পর তামিলনাড়ুর জনপ্রিয় মুখরোচক একটি খাবার কেনে। তার পর সে কিউয়ি ফল কেনে। তা থেকে ধারণা করা হচ্ছে, তামিলনাড়ু এবং জম্মু-কাশ্মীরের দুই ক্রিকেটারের পাশাপাশি নিউ জ়িল্যান্ডের কোনও ক্রিকেটারকে দলে নিতে চাইছেন সিএসকে কর্তৃপক্ষ।

যে দোকানে সবুজ শাক-সবজি এবং লঙ্কা বিক্রি হচ্ছিল, সেই দোকানের দিকে ফিরেও তাকায়নি লিয়ো। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, এর থেকে চেন্নাই কর্তৃপক্ষ বোঝাতে চেয়েছেন গ্রিনকে দলে নিতে তাঁরা আগ্রহী নন। কিন্তু এখানেই লুকিয়ে থাকতে পারে আসল রহস্য। গ্রিনকে নিয়ে উদাসীনতা দেখালেও তাঁদের আসল লক্ষ্য হয়তো অজি অলরাউন্ডারই। অন্য দলগুলিকে এ ভাবে বিভ্রান্ত করতে চেয়েছেন তাঁরা।

৪৩ কোটি ৪০ লাখ টাকা নিয়ে নিলামে যাবেন চেন্নাই কর্তৃপক্ষ। কলকাতার হাতে রয়েছে ৬৪ কোটি ৩০ লাখ টাকা। কেকেআরের পর সবচেয়ে বেশি টাকা থাকবে সিএসকে কর্তৃপক্ষের হাতে। দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে মরিয়া তাঁরা। রবীন্দ্র জাডেজার অভাব পূরণ করতে গ্রিনের জন্য ঝাঁপাতে পারেন তাঁরা। তাই গ্রিনকে দলে নিতে কেকেআরের সঙ্গে টাকার লড়াইয়ে নামার সাহস দেখাতেই পারে সিএসকে।

Advertisement
আরও পড়ুন