Kelvinator Acquired by Reliance

রিলায়্যান্স সংসারে ‘দ্য কুলেস্ট ওয়ান’! ফ্রিজ় তৈরির আস্ত কোম্পানিই কিনে নিলেন মুকেশ-কন্যা ইশা অম্বানী

রেফ্রিজ়ারেটর নির্মাণকারী জনপ্রিয় সংস্থা ‘কেলভিনেটর’কে অধিগ্রহণ করল শিল্পপতি মুকেশ অম্বানীর কন্যা ইশার নেতৃত্বাধীন রিলায়্যান্স রিটেল। খুচরো বাজারে ব্যবসা সম্প্রসারণে এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৭:০২
Kelvinator Acquired by Reliance

ছবি: সংগৃহীত।

রেফ্রিজ়ারেটর এবং ওয়াশিং মেশিন প্রস্তুতকারী সংস্থা ‘কেলভিনেটর’কে এ বার অধিগ্রহণ করল শিল্পপতি মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স। শুক্রবার, ১৮ জুলাই এর আনুষ্ঠানিক ঘোষণা করেন তাঁর কন্যা ইশা। বর্তমানে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের শাখা সংস্থা রিলায়্যান্স রিটেলের দায়িত্বে রয়েছেন তিনি। খুচরো বাজারে ব্যবসা সম্প্রসারণের জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মুকেশ-কন্যা। তবে অধিগ্রহণ সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়টি এখনও প্রকাশ্যে আনেনি রিলায়্যান্স।

Advertisement

‘কেলভিনেটর’কে অধিগ্রহণের পর ইশা জানিয়েছেন, খুচরো বাজারে উপভোক্তাদের চাহিদা মেটাতে সংশ্লিষ্ট রেফ্রিজ়ারেটর এবং ওয়াশিং মেশিন প্রস্তুতকারী সংস্থাটির উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগাবেন তাঁরা। ২০ শতকের গোড়ার দিকে ‘কেলভিনেটর’-এর পথচলা শুরু হয় । গত শতাব্দীর ৭০ এবং ৮০-র দশকে ‘দ্য কুলেস্ট ওয়ান’ শীর্ষক একটি ট্যাগলাইন নিয়ে আসে তারা। এর পরই আমজনতার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে ‘কেলভিনেটর’-এর রেফ্রিজ়ারেটরের চাহিদা।

অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি টেকসই হওয়ার কারণে অচিরেই নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসাবে খুচরো বাজারে নিজেকে প্রমাণ করতে সমর্থ হয় ‘কেলভিনেটর’। এ দিন সকাল ১১টা ৭ মিনিট নাগাদ যার অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে রিলায়্যান্স রিটেল। মুকেশ অম্বানীর সংস্থার স্টকের উপরে অবশ্য এর কোনও প্রভাব পড়েনি। বাজার বন্ধ হলে দেখা যায় ১,৪৭৬ টাকায় পৌঁছে দৌড় থামিয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার। এ দিন এতে ০.০২৭ শতাংশের পতন দেখা গিয়েছে।

রেফ্রিজ়ারেটর, ওয়াশিং মেশিনের পাশাপাশি এয়ার কুলার, এয়ার কন্ডিশনার, ভ্যাকুয়াম ক্লিনার-সহ বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম এবং রান্নাঘরের যাবতীয় জিনিস বিক্রি করে রিলায়্যান্স রিটেল। ‘কেলভিনেটর’কে অধিগ্রহণের পর সংস্থার এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর মুকেশ-কন্যা ইশা অম্বানী বলেছেন, ‘‘ভারতীয়দের বৈচিত্রময় চাহিদা পূরণ করতে আমরা সব সময় বদ্ধপরিকর। কেলভিনেটরের একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে। আশা করছি, এর সাহায্যে আধুনিক সময়ের চাহিদা আমরা অনায়াসেই পূরণ করতে পারব।’’

Advertisement
আরও পড়ুন