—প্রতীকী চিত্র।
এই মঙ্গলবার ভারতে ১.৫৮ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন আমেরিকার প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। বুধবার সেই দেশেরই আর এক সংস্থা অ্যামাজ়ন পুঁজি ঢালার কথা জানাল। যা নাদেল্লাদের প্রায় দ্বিগুণ। ছ’বছরে সেই অঙ্ক মোটামুটি ৩.১৫ লক্ষ কোটি টাকা। এ দিন দেশের শিল্পপতি গৌতম আদানিও বিভিন্ন ক্ষেত্রে ১০-১২ লক্ষ কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি দিয়েছেন। সংশ্লিষ্ট মহলের দাবি, আচমকাই দেশে লগ্নির এই ‘মহোৎসব’ ইতিবাচক তো বটেই, তাৎপর্যপূর্ণও।
এ দিন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি হয়েছে মাইক্রোসফটের। ভারতে কর্মী বাহিনীকে এআই প্রশিক্ষণের পাশাপাশি কাজের যোগ্য হিসেবে গড়ে তোলার দায়িত্ব নেবে নাদেল্লার সংস্থা।
অ্যামাজ়নের কর্তা অমিত আগরওয়াল জানান, ভারতে ই-কমার্স, কুইক কমার্স, ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রের দিকে চোখ রেখে এগোতে চাইছেন তাঁরা। এ দেশে সংস্থার এখন যে উপস্থিতি রয়েছে, ২০৩০ সালের মধ্যে তা দ্বিগুণ করাই প্রধান লক্ষ্য। এই কর্মকাণ্ডের মাধ্যমে ১০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে।
আগরওয়াল বলেন, ‘‘ভারতের উন্নয়ন যজ্ঞে সামিল হতে পেরে আমরা গর্বিত। এআই এবং কর্মসংস্থানের সুযোগ কোটি কোটি ভারতবাসীর কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।’’ তিনি জানান, সংস্থার পাখির চোখ ছোট-মাঝারি ব্যবসা, এআই এবং লজিস্টিক্স ক্ষেত্রের সম্প্রসারণ।
অন্য দিকে আদানির ঘোষণা, প্রধানমন্ত্রী স্বনির্ভর ভারত গড়ার যে ডাক দিয়েছেন তাতে সামিল হয়ে চায় তাঁর শিল্প গোষ্ঠী। পরিবেশবান্ধব শক্তি, খনিজ, বন্দর, পরিকাঠামোর মতো বিবিধ ক্ষেত্রে লগ্নি করবেন তাঁরা। উল্লেখ্য, গুগ্লের সঙ্গে গাঁটছড়া বেঁধে ডেটা কেন্দ্র তৈরি করছে আদানিরা।