TCS Layoff

১২ হাজার নয়, ৩০ হাজারেরও বেশি ছাঁটাই হবে? আতঙ্ক, অনিশ্চয়তা, উদ্বেগে দিন কাটাচ্ছেন টিসিএসের কর্মীরা

আইটি ইউনিয়ন, কর্মী এবং অন্য অংশীদারদের বিশ্বাস, টিসিএস যে পরিমাণ কর্মী ছাঁটাই করবে বলে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। বেশ কয়েকটি সূত্রের দাবি, সেই সংখ্যা ৩০ হাজারেরও বেশি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৭
TCS employees facing uncertainty and anxiety after speculation surfaces that the company may lay off 30 thousand worker

—প্রতীকী ছবি।

ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে ভারতের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসে। মাস দু’য়েক আগে বিশ্বব্যাপী ১২ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল টাটা গোষ্ঠীর মালিকানাধীন সংস্থাটি, যা তাদের মোট কর্মীসংখ্যার প্রায় ২ শতাংশ। তার পর থেকেই নাকি হইচই পড়ে গিয়েছে সংস্থার অন্দরে। এর মধ্যেই গত কয়েক সপ্তাহে সংস্থায় আকস্মিক পদত্যাগের ‘ঢেউ’ ওঠায়, কর্মীদের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা এবং উদ্বেগ তীব্র আকার ধারণ করেছে। আইটি ইউনিয়ন, কর্মী এবং অন্য অংশীদারদের বিশ্বাস, টিসিএস যে পরিমাণ কর্মী ছাঁটাই করবে বলে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

Advertisement

বেশ কয়েকটি সূত্রের দাবি, এই সংখ্যা ৩০ হাজারেরও বেশি হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় স্তরের আইটি ইউনিয়নের সদস্য তথা টিসিএসের মধ্যস্তরের এক কর্মী সংবাদমাধ্যম মানি কন্ট্রোলকে বলেছেন, ‘‘জুন মাস থেকে ছাঁটাইয়ের মুখে পড়া প্রায় ১০ হাজার কর্মী সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ছাঁটাইয়ের সংখ্যা ৩০ হাজারেরও বেশি হতে পারে। যেহেতু কর্মীদের নিজেদেরই পদত্যাগ করতে বলা হচ্ছে এবং কোম্পানি তাঁদের ছাঁটাই করছে না, তাই এই সংখ্যাগুলি রেকর্ডে থাকবে না।’’

ইউনিয়নের সেই দাবি অবশ্য অস্বীকার করেছেন টিসিএস কর্তৃপক্ষ। তবে সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র এই বিষয়ে দ্বিমত পোষণ করে জানিয়েছে যে, ইউনিয়নগুলি যে বিপুল সংখ্যক ছাঁটাইয়ের কথা বলেছে তা অসত্য। ‘স্বীকৃতি অর্জনের জন্য’ ওই রকমের গল্প ফেঁদেছে ইউনিয়নগুলি। এত পরিমাণ কর্মী ছাঁটাই করলে টিসিএস কাজই করতে পারবে না। ফলে ৩০ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের দাবি স্রেফ ভাঁওতা বলে দাবি করেছে ওই সূত্র।

টিসিএসের এক মুখপাত্রের কথায়, ‘‘এই জল্পনাগুলি ভুল এবং বিভ্রান্তিকর। যেমনটি আগে জানানো হয়েছিল, তেমনটাই হবে। ছাঁটাইয়ের প্রভাব আমাদের মোট কর্মীসংখ্যার ২ শতাংশের উপর পড়বে।’’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে, ‘অল ইন্ডিয়া আইটি অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ ইউনিয়ন’, ‘ফোরাম ফর আইটি এমপ্লয়িজ়’, ‘ইউনিয়ন অফ আইটি অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ়’, ‘কর্নাটক স্টেট আইটি/আইটিইএস এমপ্লয়িজ় ইউনিয়ন’-সহ বেশ কয়েকটি আইটি কর্মচারী সংগঠন টিসিএসের ছাঁটাই প্রক্রিয়ার বিরুদ্ধে নাগাড়ে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে এখনও নিজেদের অবস্থান থেকে সরেনি টিসিএস।

Advertisement
আরও পড়ুন