UPI Payments

মাত্র ১৫ সেকেন্ডে গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা! ইউপিআই লেনদেনে বড় বদল আনছে কেন্দ্র, জারি বিজ্ঞপ্তি

ইউপিআই লেনদেনকে আরও বেশি দ্রুত করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর জন্য সার্কুলার জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৪:১২
Representative Picture

—প্রতীকী ছবি।

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনে বড় বদল। বিদ্যুৎগতিতে গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে টাকা। ৩০ সেকেন্ডের বদলে মাত্র ১৫ সেকেন্ডে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন ইউপিআইয়ের ব্যবহারকারীরা। এই মর্মে এ বার সার্কুলার জারি করল নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। চলতি বছরের ২৬ জুন থেকে নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

Advertisement

ইউপিআইয়ে লেনদেনের পর অধিকাংশ সময়ই গ্রাহক সেটা পরীক্ষা করে দেখেন। বর্তমানে এর জন্য সময় লাগে ৩০ সেকেন্ড। নতুন নিয়মে সেটা কমিয়ে ১০ সেকেন্ড করা হচ্ছে। শুধু তা-ই নয়, কমছে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের সময়ও। ১৫ সেকেন্ডের থেকে কমিয়ে সেটা ১০ সেকেন্ডে নামিয়ে আনছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন।

এনপিসিআই জানিয়েছে, ইউপিআই ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সিস্টেমে বদল আনতে হবে। তাই তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত কয়েক মাসে বেশ কয়েক বার প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যাহত হয়েছে ইউপিআইয়ের লেনদেন। বিষয়টি নিয়ে ১২ এপ্রিল এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। কেন্দ্রীয় সংস্থাটি সেখানে লিখেছে, ‘‘ওই প্রযুক্তিগত সমস্যার কারণে ডিজিটাল লেনদেন আংশিক হ্রাস পেয়েছে। এই ত্রুটি দূর করার চেষ্টা হচ্ছে।’’ এই সংক্রান্ত আপডেট খুব দ্রুত ব্যবহারকারীদের দেওয়া হবে বলে জানিয়েছে এনপিসিআই।

চলতি বছরের এপ্রিলে ইউপিআই লেনদেন দু’শতাংশ কমে ১,৭৮৯ কোটিতে নেমে এসেছে। অন্য দিকে এই পদ্ধতিতে ডিজিটাল পেমেন্টসের মূল্য কমেছে ২৩.৯৫ লক্ষ কোটি টাকা। শতাংশের নিরিখে পতনের অঙ্ক তিন শতাংশ বলে জানা গিয়েছে। গত আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) শেষ মাস, অর্থাৎ মার্চে বেশ চাঙ্গা ছিল ইউপিআইয়ের লেনদেন, জানিয়েছে এনপিসিআই।

Advertisement
আরও পড়ুন