EEU- Mexico

মেক্সিকো, ইইউ গুনবে ৩০%

মেক্সিকোর উদ্দেশে ট্রাম্পের বক্তব্য, নথিবিহীন অনুপ্রবেশকারীদের ঠেকানোর ব্যাপারে তারা আমেরিকাকে সাহায্য করেছে। কিন্তু উত্তর আমেরিকা যাতে মাদক পাচারের ক্ষেত্র হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে যথেষ্ট সক্রিয় হয়নি তারা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০৮:৪২
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকোর পণ্যের উপরে ৩০% আমদানি শুল্ক চাপানোর কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যতম বৃহৎ দুই বাণিজ্য সহযোগীর শুল্কের কথা তিনি জানিয়েছেন তাঁর নিজের সমাজমাধ্যমে। গত কয়েক দিনে আরও কয়েকটি দেশের ক্ষেত্রে ঠিক যা করেছেন তিনি। ইইউ-র বক্তব্য, এটা তাদের উপরে চাপ বাড়ানোর কৌশল।

মেক্সিকোর উদ্দেশে ট্রাম্পের বক্তব্য, নথিবিহীন অনুপ্রবেশকারীদের ঠেকানোর ব্যাপারে তারা আমেরিকাকে সাহায্য করেছে। কিন্তু উত্তর আমেরিকা যাতে মাদক পাচারের ক্ষেত্র হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতে যথেষ্ট সক্রিয় হয়নি তারা। ইইউ-র ক্ষেত্রে ট্রাম্পের ব্যাখ্যা, ‘‘বিপুল বাণিজ্য ঘাটতি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের। আমরা অনেক বছর ধরে ইইউ-র সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আমাদের সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদি এই বিপুল বাণিজ্য ঘাটতি মেটাতে হবে।’’ আর এক বাণিজ্য সহযোগী কানাডার উপরে ৩৫% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প।

আরও পড়ুন