এক ওয়েবসাইট এ বছরের ইংরেজি শব্দ হিসাবে বেছে নিল ‘৬৭’-কে। ‘উনিশ-বিশ’-এর জেন-জ়ি সংস্করণ। ‘বছরের শব্দ’ হিসাবে যদি এমন একটা জিনিসকে বেছে নেওয়া হয়, যার মধ্যে আক্ষরিক অর্থেই একটি বর্ণও নেই, তা হলে খুলে যায় সম্ভাবনার অসীম দিগন্ত। বলিউডের সিনেমাকে দেওয়া যায় পদার্থবিদ্যার নোবেল, মাকু হাতে নেমে পড়া যায় ক্রিকেট মাঠে। অথবা, নাগরিকত্ব যাচাইয়ের স্বেচ্ছা-দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন। ‘এই দুনিয়ায় ভাই সবই হয়...’