Artificial Intelligence

যৎকিঞ্চিৎ

অনেক মানুষ হয়তো এটাই চেয়েছিলেন— বুদ্ধি এবং বিবেচনা যন্ত্রের হাতে সঁপে দিয়ে নিজেরা যন্ত্রের মতো জীবন কাটাবেন।

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৮:৩২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এমআইটি-র গবেষণা বলছে, কৃত্রিম মেধা ব্যবহার করে প্রবন্ধ লিখলে তার পর ‘নিজের লেখা’ সেই প্রবন্ধ থেকে দেওয়া উদ্ধৃতি অনেকে চিনতে পারছেন না। কার্নেগি মেলন ইউনিভার্সিটি-র গবেষণা আবার বলছে, কৃত্রিম মেধাকে প্রম্পট দিয়ে সব প্রশ্নের উত্তর খোঁজার অভ্যাস হলে নষ্ট হয়ে যাচ্ছে নিজে ভাবার ক্ষমতা। সন্দেহ হয়, অনেক মানুষ হয়তো এটাই চেয়েছিলেন— বুদ্ধি এবং বিবেচনা যন্ত্রের হাতে সঁপে দিয়ে নিজেরা যন্ত্রের মতো জীবন কাটাবেন। কল্পবিজ্ঞান থেকে এখন তা বাস্তবে।

আরও পড়ুন