Admission in SRFTI 2026

স্নাতকের পর চলচ্চিত্রে আগ্রহী! সুযোগ মিলতে পারে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এ

অভিনয় বা ‘স্ক্রিন অ্যাক্টিং’, ‘স্ক্রিন রাইটিং’ এবং ‘ডকুমেন্ট্রি সিনেমা’ বা তথ্যচিত্র কী ভাবে তৈরি করা যায়—সেই পাঠ পড়াবে এই প্রতিষ্ঠান। চারটি সেমেস্টার-সহ দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৪:৩৮
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

সিনেমা তৈরির তিনটি বিষয় নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইটানগর শাখার জন্য এই ভর্তি।

Advertisement

অভিনয় বা ‘স্ক্রিন অ্যাক্টিং’, ‘স্ক্রিন রাইটিং’ এবং ‘ডকুমেন্ট্রি সিনেমা’ বা তথ্যচিত্র কী ভাবে তৈরি করা যায়—সেই পাঠ পড়াবে এই প্রতিষ্ঠান। চারটি সেমেস্টার-সহ দু’বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম। অভিনয় বিষয়ে ২০ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ‘স্ক্রিন রাইটিং’ বিভাগের আসন সংখ্যাও ২০ এবং তথ্যচিত্র শেখার কোর্সে ১০ জন ভর্তি হতে পারবেন। আবেদনে জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৪ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এসআরএফটিআই-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন