AIIMS Delhi Admission 2026

এমস দিল্লি থেকে পিএইচডি-র সুযোগ, রয়েছে ৭৭টি আসন, কোন কোন বিভাগে আবেদন করা যাবে?

আগ্রহীরা এমস দিল্লি-র ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪
AIIMS Delhi

এমস দিল্লি। ছবি: সংগৃহীত।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) দিল্লি থেকে পিএইচডি-র সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেশের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি পর্বের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। আগ্রহীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

দিল্লির এমস-এর মোট ৩০টি বিভাগ থেকে পিএইচডি-র সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে অ্যানাস্থেশিয়োলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, কার্ডিয়োলজি, ল্যাবরেটরি মেডিসিন-সহ অন্য বিভাগ। সমস্ত বিভাগ মিলিয়ে মোট আসনসংখ্যা ৭৭টি।

মেডিক্যাল, নার্সিং বা নন মেডিক্যাল-এর নানা বিভাগে আবেদনের জন্য যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে। মেডিক্যালের বিষয়গুলিতে পিএইচডি-র জন্য পড়ুয়াদের এমবিবিএস বা বিডিএস-এ ন্যূনতম ৫৫ শতাংশ অথবা এমডি, এমএস, ডিএম, এমডিএস, এমসিএইচ বা ডিএনবি থাকতে হবে। বাকি বিভাগগুলির জন্য প্রয়োজনীয় মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে। তবে কোনও বিভাগের ক্ষেত্রেই দূরশিক্ষার মাধ্যমে প্রাপ্ত ডিগ্রিকে গ্রাহ্য করা হবে না।

আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)-এর আয়োজন করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষা হবে একটি শিফটে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা। প্রশ্ন হবে এমসিকিউধর্মী।

আগ্রহীরা এমস দিল্লি-র ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। একইসঙ্গে সংরক্ষিতদের ১,৬০০ টাকা এবং অসংরক্ষিতদের ২,০০০ টাকা জমা দিতে হবে। আবেদনমূল্যে ছাড় পাবেন বিশেষ ভাবে সক্ষমেরা। আগামী ২৬ জানুয়ারি আবেদনের শেষ দিন।

Advertisement
আরও পড়ুন