Bank of Maharashtra Recruitment 2026

৬০০ জন শিক্ষানবিশ চাই ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র-এ, পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্য হবে কর্মস্থল

নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১২,৩০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:৪৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

দেশ জুড়ে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ রয়েছে। আগ্রহীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদ ৬০০। নিযুক্তদের এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বিহার, ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং দেওয়া হবে নিযুক্তদের। তাঁদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১২,৩০০ টাকা।

আবেদনকারীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, স্থানীয় ভাষায় কথোপকথন এবং লেখালিখিতেও স্বচ্ছন্দ হতে হবে। এ ছাড়া, প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ১০০ টাকা এবং অসংরক্ষিতদের ১৫০ টাকা জমা দিতে হবে। আগামী ২৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর পড়ুয়াদের মেধার ভিত্তিতে নিয়োগ হবে।

Advertisement
আরও পড়ুন