AIIMS Kalyani Recruitment 2025

কল্যাণীর এমসে কোন কোন বিষয়ে স্নাতকোত্তর করা যাবে? আসন সংখ্যাই বা কত?

প্রতিষ্ঠানে চলতি বছরের অগস্ট মাসের জন্য স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৯:১২
AIIMS Kalyani

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ বেশ কিছু স্নাতকোত্তরের কোর্সের জন্য শুরু হয়ে গিয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। চলতি বছরের ইনস্টিটটিউটস অফ ন্যাশনাল ইম্পরটেন্স কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (আইএনআই-সেট) উত্তীর্ণরা প্রতিষ্ঠানে বেশ কিছু বিষয় নিয়ে পড়তে পারবেন। বৃহস্পতিবার এ নিয়ে সবিস্তার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

প্রতিষ্ঠানে চলতি বছরের অগস্ট মাসের জন্য স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। কোর্স চলবে দু’বছর ধরে। এমএসসি করা যাবে মেডিক্যাল বায়োকেমিস্ট্রি, মেডিক্যাল অ্যানাটমি এবং মেডিক্যাল ফিজ়িওলজি বিষয় নিয়ে। সমস্ত বিষয় মিলিয়ে আসনসংখ্যা ১৫। যদিও এর মধ্যে কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে। সংশ্লিষ্ট কোর্সের জন্য ফি জমা দিতে হবে ১,৪৬৫ টাকা।

এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন বিজ্ঞান, ফার্মাসি, ভেটেরেনারি সায়েন্স, ফিজ়িয়োথেরাপি, পারফিউশন টেকনোলজিতে স্নাতক উত্তীর্ণরা বা এমবিবিএস/বিডিএস-এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণরা। তবে পাশাপাশি প্রত্যেককেই উত্তীর্ণ হতে হবে আইএনআই-সেট-এও।

কোর্সে ভর্তির জন্য ইতিমধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।

Advertisement
আরও পড়ুন