Raiganj University Admission 2025

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৮:৩৩
Raiganj University

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ। এমনটা জানিয়ে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়। এ বার এই কোর্সে নাম নথিভুক্তকরণের সময়সীমা বৃদ্ধি করা হল তাদের তরফে। সম্প্রতি এ বিষয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য পিএইচডিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। যে সমস্ত বিষয়ে পিএইচডি করা যাবে, তার মধ্যে রয়েছে— উদ্ভিদবিদ্যা, রসায়ন, বাণিজ্য, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এডুকেশন, অর্থনীতি, ভূগোল, আইন, ম্যানেজমেন্ট, মাইক্রোবায়োলজি, গণিত, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিদ্যা, সেরিকালচার, সংস্কৃত, সমাজবিদ্যা এবং প্রাণীবিদ্যা। বিজ্ঞান এবং কলা বিভাগের মধ্যে সর্বাধিক আসন রয়েছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস এবং ভূগোলে, যথাক্রমে— ১২ এবং ১৫টি।

পিএইচডি-তে আবেদনের জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যাঁদের এমফিলে ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ৭০০ এবং ১০০০ টাকা। যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের মূল্যায়ন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে বা মৌখিক পরীক্ষার মাধ্যমে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই। এ সংক্রান্ত বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন