WBNUJS Admission 2025

ক্রিমিনোলজি-সহ একাধিক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, কোথায় শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া?

অনলাইনে আগ্রহীদের আবেদন জমা দিতে হবে। প্রবেশিকা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৫:১৪
The West Bengal National University of Juridical Sciences.

দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রিমিনোলজি-সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ। দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশদ তথ্য দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ছ’টি বিষয়ে পিএইচডি ডিগ্রি, এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে। মোট আসন সংখ্যা ১৬৯।

Advertisement

কোন কোন বিষয়ে নিয়ে পড়ার সুযোগ মিলবে?

  • ফরেন্সিক সায়েন্স বিষয়ে মাস্টার অফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি
  • ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা প্রোটেকশন ল বিষয়ে মাস্টার অফ ল (এলএলএম) ডিগ্রি
  • ক্রিমিনোলজি বিষয়ে মাস্টার অফ আর্টস (এমএ) / এমএসসি ডিগ্রি
  • আইন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, ক্রিমিনোলজি, ডেটা সায়েন্স অ্যান্ড ফরেন্সিক সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি

রসায়ন, বায়োকেমিস্ট্রি, আইন কিংবা সমতুল্য় বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা আবেদনের সুযোগ পাবেন। উল্লিখিত বিভাগে ভর্তি হতে আগ্রহীদের যোগ্যতার মাপকাঠি সম্পর্কে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

প্রবেশিকা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ জুন প্রবেশিকা বা ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের ডেকে নেওয়া হবে।

আগ্রহীদের সমর্থ পোর্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনের জন্য পোর্টাল ২৬ মে পর্যন্ত চালু থাকবে। এ ছাড়াও ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঠিকানায় আবেদনপত্র পাঠানো যাবে। সে ক্ষেত্রে আবেদনের শেষ দিন ২ জুন। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন